
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদ ফিরে পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার (১৩ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এদিকে নিজ বাসায় আরিফুল হক গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক প্রতিক্রিয়ায় বলেন আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। যারা দুঃসময়ে আমার পাশে ছিলেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এ বিজয় নগরবাসীর। সরকারের সদিচ্ছা থাকলে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সিলেটের উন্নয়নে কাজ করবো। তিনি আরও বলেন এই বিজয় নগরবাসীর অবদান। আমি তাদের উন্নয়নের লক্ষে কাজ করে যাবো।
উল্লেখ্য,২০১৪ সালের ৩০ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের একটি আদালত আরিফুল হক চৌধুরীকে কারাগারে প্রেরণ করেন। এরপর ২০১৫ সালের ৭ জানুয়ারি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত ৪ জানুয়ারি সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যাসহ চার মামলায় জামিন পান আরিফুল হক চৌধুরী।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ২:৩৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.