সোমবার ২৯ মে, ২০২৩ | ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০

আমরা আমাদের কবর খুঁড়ছি : জাতিসংঘ মহাসচিব

বহির্বিশ্ব সংবাদ : | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | প্রিন্ট  

আমরা আমাদের কবর খুঁড়ছি : জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

-সংগৃহীত

জলবায়ু পরিবর্তন রোধে দ্রুত কাজ করতে না পেরে আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।তিনি বলেছেনন, “জীবাশ্ম জ্বালানিতে আমাদের আসক্তি মানবতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। হয় আমাদেরকে এটি বন্ধ করতে হবে, নাহলে এটিই আমাদেরকে থামিয়ে দেবে। এখন একথা বলার সময় হয়েছে যে, কার্বন দিয়ে আমাদেরকে যথেষ্ট মেরে ফেলেছি আমরা।”

সোমবার (১ নভেম্বর) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গ্লাসগোর কপ২৬ সম্মেলনে বিশ্ব নেতাদের সতর্ক করে এসব বলেন।


তিনি বলেন,“প্রকৃতির সঙ্গে আমরা টয়লেটের মতো আচরণ করছি- সেটিও যথেষ্ট হয়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ড্রিলিং এবং খনিতে যথেষ্ট খনন করে আমরা গহ্বরে নিমজ্জিত হচ্ছি। আমরা নিজেরাই আমাদের কবর খুঁড়ছি।

”সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, জলবায়ু পরিবর্তনের এই ‘বোমা’ নিষ্ক্রিয় করতে আশু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।বিশ্বের জন্য জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের সময় দ্রুতই ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্যরাতের বাকি আর এক মিনিট’।


এই প্রথমবারের মতো জনসন নিশ্চিত করে বলেছেন যে, কামব্রিয়াতে প্রস্তাবিত একটি বিতর্কিত কয়লা খনির কাজ এগিয়ে যাক তা তিনি চান না।জনসনের ভাষ্য, “আরও কয়লার পক্ষে আমি না। কিন্তু বিষয়টি আমার সিদ্ধান্তের বিষয় নয়। এটি হল, পরিকল্পনা বিষয়ক কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়।”

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ২:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত