
অনলাইন ডেস্ক : | শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ | প্রিন্ট
অক্টোবর মাসরে সেরা খেলোয়াড়ের জন্য মনোনীত ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।
গত মাসের সেরা ক্রিকেটারের লড়াইয়ে রয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এই পুরস্কারের দৌড়ে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকিস্তানের উদীয়মান তারকা আসিফ আলি এবং নমিবিয়ার অভিজ্ঞ ডেভিড ভিসে।
জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনীত হলেন সাকিব। এখন দেখার বিষয়, প্রথম ক্রিকেটার হিসেবে তার হাতে দ্বিতীয়বার এই পুরস্কার ওঠে কি না।
Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.