বৃহস্পতিবার ৭ ডিসেম্বর, ২০২৩ | ২২ অগ্রহায়ণ, ১৪৩০

আফগানিস্তানের তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক

অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট  

আফগানিস্তানের তালেবানের সঙ্গে যুক্তরাজ্যের বৈঠক

সাইমন গাস। ফাইল ছবি

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিশেষ দূত সাইমন গাস। মঙ্গলবার এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।

জনসনের আফগানিস্তান বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি সাইমন গাসের সঙ্গে ওই বৈঠকে অংশ নেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী, উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার ও আবদুস সালাম হানাফি।


খবরে বলা হয়, বৈঠকে দেশটির মানবিক সংকট ও সুরক্ষার উপায় নিয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানায়, বৈঠকে আফগানিস্তান সংকট নিয়ে যুক্তরাজ্য কীভাবে সহযোগিতা করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে উদ্বেগ এবং নারী অধিকার নিয়ে আলোচনা হয়।


সাইমন গাস তালেবান প্রতিনিধিদের সঙ্গে আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপদে ফেরত আনা এবং যেসব আফগান যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক তাদের নিয়ে কথা বলেছেন।

বৈঠক শেষে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাক্বী বলেন, আমাদের দুই দেশের মধ্যে কীভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ অক্টোবর ২০২১

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত