
আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ১৫ জুন ২০১৮ | প্রিন্ট
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।
(১৪ জুন) বৃহস্পতিবার উছলাপাড়া-আলালপুর আত্তর খান জামে মসজিদ প্রাঙ্গনে উপজেলা আল ইসলাহ’র সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকিরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাফিজ মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী। অনুষ্ঠানের উদ্ভোধন করেন খলীফায়ে ফুলতলী হাফিজ মহসিন খান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহ-সভাপতি মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা মখলিছুর রহমান, পৌর আল ইসলাহ’র সভাপতি কাজী খন্দকার ফখরুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় কমিঠির শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, কাতার দোহা মহনগর আল ইসলাহ’র সাধারন সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম, কুলাউড়া উপজেলা সহ সম্পাদক কাজী মাওঃ মখলিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ শামছুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মাওঃ শওকতুল ইসলাম, মাওঃ এবাদুর রহমান, মাওঃ মশাহিদ আলী, এম ইলিয়াছ আলী, ফয়জুর রহমান শাহিন, সবুজ উদ্দিন, রুবেল আহমদ, জেলা তালামীযের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহজাহান আলম, কুলাউড়া উপজেলা সভাপতি আশরাফুল ইসলাম আবুল, তালামীয নেতা জিয়াউল ইসলাম খান মিতুল, এমরান আহমদ, আশরাফ হোসেন শুভ, জাবের আহমদ।
বক্তারা বলেন আল্লাহর দ্বীন কায়েম করতে হলে রাসুল (সা:)’র আনুগত্যের বিকল্প নেই। নামাজ, রোজা তথা ইসলামের রোকনগুলো সঠিকভাবে আদায় করলে রাসুল (সা:)’র আনুগত্য হয়। পালন হয় আল্লাহর হুকুম। আজ কিছু জ্ঞানপাপী ইসলামের অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমান নষ্ট করছে। পবিত্র রমজান মাসের আমলের ব্যপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সালাফীদের অপব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ পায়েল,নির্বাহী সদস্য ইউসুফ আহমদ ইমন,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল।
সংবাদমেইল২৪.কম/এনআই
Posted ৪:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ জুন ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.