আন্তর্জাতিক ডেক্স: সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট
সরকারি খরচে কর্মকর্তাদের পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব কায়দা শেখানোর উদ্যোগ নিয়েছে জর্জিয়া। দেশটির রাজধানী তিবলিসির নগর সরকারের কর্মকর্তাদের জন্য এমন পরিকল্পনা করা হয়েছে। আর এ নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিবিসি
তিবলিসির মেয়র অফিসের কর্মকর্তা নাটিয়া লাটারিয়া জর্জিয়ার রুস্তাভি টিভিকে জানিয়েছেন, নগর সরকারের ৩৮ জন কর্মকর্তাকে আদব-কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া হবে। কর্মচারীদের ওপর চালানো একটি জরিপের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর এর জন্য একটি প্রশিক্ষক নিয়োগের টেন্ডারও আহ্বান করা হয়েছে।
নাটিয়া লাটারিয়া জানান, সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পোশাক নির্বাচন এবং খাবার টেবিলের আদব-কায়দা কর্মকর্তাদের জন্য অত্যন্ত জরুরী। আর সে কারণেই এই উদ্যোগ।
এদিকে এমন খবর প্রচারের সঙ্গে সঙ্গে সমালোচনা ঝড় উঠেছে দেশটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ঝড় বইছে। কর্মকর্তাদের উন্মাদ বলে আখ্যা দিয়েছেন অনেকে। অনেকেই বলছে, এটা টাকা নষ্ট করার পাঁয়তারা।
নগর সরকারে বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট অভিযোগ করেছে, এভাবে সরকারি টাকা নষ্ট করার এই পাঁয়তারার পেছনে যারা রয়েছে তাদের জবাবদিহি করতে হবে।
সংবাদমেইল২৪.কম/এনআই/এনএস
Posted ৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.