বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট
আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০১৭ উপলক্ষ্যে কুলাউড়ায় র্যালী ও পথসভার অনুষ্টিত হয়েছে।
(১০ সেপ্টেম্বর) রবিবার বিকেলে র্যালী ও পথসভা অনুষ্টিত হয়। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু ইউসুফের অনুপ্রেরনায় কুলাউড়া থানা পুলিশ এ আয়োজন করে।
র্যালিটি কুলাউড়া থানা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিন বাজারে শেষ হয়।
পথিমধ্যে ৪টি স্থানে পথসভা করা হয়। সভায় আত্মাহত্যার কুফল বিষয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউসুফ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মুসা ও কুলাউড়া থানা জামে মসজিদের পেশ ইমাম। আত্মাহত্যা প্রতিরোধে সকলকে সচেতন করার জন্য র্যালী থেকে মাইকিং করা হয়।
কুলাউড়া সার্কেলাধীন কুলাউড়া, বড়লেখা এবং জড়ী থানার জুন ১৫ থেকে জুন ২০১৭ পর্যন্ত ৯০ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ৭১ জন এবং বিষপানে ১৯ জন আত্মহত্যা করেছে। এর মধ্যে ৫৩ টি চা বাগানে ১৯ জন আত্মহত্যা করেছে। আত্মহত্যার প্রবনতা পুরুষদের মধ্যে বেশি যার সংখ্যা ৪৮জন এদের মধ্যে পুরুষ ৪৮ জন এবং মহিলা ৪২ জন।
জুন ২০১৭ থেকে কুলাউড়া সার্কেলের উদ্যোগে মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং চা বাগানের ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়ে আত্মহত্যার কুফল সম্পর্কে আলোচনার আহবান জানানো হচ্ছে।
সংবাদমেইল/এনআই
Posted ১১:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.