
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭ | প্রিন্ট
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির আতিয়া মহলের আশপাশের এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাতে (৩০ মার্চ) তা প্রত্যাহার করে নেওয়া হয়। ওই এলাকায় বৃহস্পতিবার রাত থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
সিলেট মহানর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রোকন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আতিয়া মহলের এক বর্গকিলোমিটার এলাকাজুড়ে থাকা ১৪৪ ধারা বৃহস্পতিবার রাত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক।
তবে আতিয়া মহল এখনো পুলিশের নিয়ন্ত্রণে আছে। ভবনের আশপাশে জনসাধারণকে যেতে দেয়া হচ্ছে না।
গত ২৫ মার্চ রাতে গ্রেনেড বিস্ফোরণে ছয় জন নিহত ও ৫০ জনের মতো আহত হওয়ার ঘটনার পর ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
গত ২৪ মার্চ থেকে শিববাড়িতে আতিয়া মহল নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী ও সোয়াট। পরদিন সেখানে অভিযান শুরু করে সেনাবাহিনী। ‘অপারেশন টোয়াইলাইট’ নামের ওই অভিযানে চার জঙ্গি নিহত হয়। ৫ দিনব্যাপী এ অভিযান চলার সময়ই আতিয়া মহলের কাছে পাঠানপাড়ায় পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হন র্যাবের গোয়েন্দা প্রধান ও দুই পুলিশ সদস্যসহ ৭ জন। ২৮ মার্চ ‘অপারেশন টোয়াইলাইট’ সমাপ্তির ঘোষণা দেয় সেনাবাহিনী।
সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই
Posted ৪:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.