শ্রীমঙ্গল প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৬ মে ২০১৮ | প্রিন্ট
বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি আট দিনের রাষ্ট্রীয় সফরে আজ(২৬মে) শনিবার রাশিয়াসহ ৩টি দেশ সফরে যাচ্ছেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জনের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হিসেবে তিনি রাশিয়া,বেলারুশ ও তুরস্ক সফর করবেন।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সূত্রে এ তথ্য জানা গেছে।
গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটস এর ফ্লাইট যোগে মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবার কথা রয়েছে। রাষ্ট্রিয় সফর সূচী অনুযায়ী আগামী ২ জুন পর্যন্ত তিনি রাশিয়া, বেলারুশ ও তুরষ্ক সফর করবেন। প্রতিনিধি দলটি এ সফরের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। প্রতিনিধি দলের সাথে ড. মো. আব্দুস শহীদ এমপি আগামী ৩ জুন ইস্তাম্বুল কামাল আর্তাতুক বিমানবন্দ থেকে এমিরেটসএর একটি ফ্লাইটযোগে ঢাকা ফেরার কথা রয়েছে। শুক্রবার তিনি তাঁর এ সফর উপলক্ষে সবার কাছে দোয়া কামনা করেছেন।
Posted ২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ মে ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.