
বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ (০৯ নভেম্বর) বুধবার বেলা ২টায় বিমানযোগে সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।
বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ শরীফে জিয়ারত করতে যাবেন তিনি। সেখান থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যাবেন শিক্ষামন্ত্রী। পরে তিনি সিলেট সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।
সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আগামী ২৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী। জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মীসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিয়ানীবাজারে বিভিন্ন কর্মসূচীতে যোগ দেবেন শিক্ষামন্ত্রী। শুক্রবার দুপুরে ঢাকায় ফিরে যাবেন।
সংবাদমেইল২৪.কম/বা/নাশ
Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.