মৌলভীবাজার জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৫ মার্চ ২০১৭ | প্রিন্ট
আজ বিকেলে জামিনে মুক্তি পাচ্ছেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচিত সভাপতি বদরুজ্জামান সজল।
বুধবার বিকেল সাড়ে ৫টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হবে বলে
জেল সুপার আনুয়ারুজ্জামান মোবাইলে এ তথ্য সংবাদমেইলকে নিশ্চিত করেছেন।
জেলা কারাগার সুত্রে জানা যায়, আদালত থেকে বদরুজ্জামান সজলের কাগজপত্র এখনো জেল সুপারের হাতে পৌঁছেনি। আইনি আনুষ্ঠানিকতা শেষে বিকেলে কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হবে।
এদিকে বুধবার দুপুরে স্থানীয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে বদরুজ্জামান সজল কারগার থেকে মুক্তি পেয়েছেন শিরোনাম সংবাদটি সঠিক নয় বলে জেলা কারাগারের দায়িত্বরত কয়েকজন কর্মকর্তা সংবাদমেইলকে জানিয়েছেন। পাশাপাশি কোন সংবাদ প্রকাশ করার আগে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে আলাপ করে সংবাদ প্রকাশ করার আহব্বান জানিয়েছেন।
এ ব্যাপারে বদরুজ্জামান সজলের সহধর্মিনী মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে মোবাইলে সংবাদমেইলকে জানান, মুক্তিনামার সব কাগজপত্র তৈরি হয়ে গেছে,জেল সুপারের অর্ডার আসলেই মুক্তি দেওয়া হবে। তাই জেলা কারাগারের প্রধান গেইটে অপেক্ষা করছেন।
উল্লেখ্য, একটি মামলার জামিনে থাকা অবস্থায় গত ১২ মার্চ রবিবার সকালে মৌলভীবাজার নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে সেটি নামঞ্জুর করে বদরুজ্জামান সজলকে কারাগারে প্রেরণ করে আদালত।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৩:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ মার্চ ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.