
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
ঢাকা: দুদিনের সফরে আজ বুধবার বাংলাদেশে আসছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরের এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আছে।
এদিকে পারিকরের এ সফর সম্পর্কে ভারতের সরকারি সূত্র উল্লেখ করে দেশটির গণমাধ্যম লিখেছে- এ সফরে দুদেশের মধ্যে একটি নতুন ধরনের প্রতিরক্ষা কাঠামো তৈরি করা হবে, যা দুদেশের মধ্যে সৈন্য আদান-প্রদান, প্রযুক্তি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ সামরিক মহড়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
সূত্র জানায়, আগামী ডিসেম্বরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা আছে। মনোহর পারিকরই এ যাবৎকালের প্রথম ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন।
সংবাদমেইল২৪.কম/এনএসআর/এনএস
Posted ৯:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.