
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধিঃ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
আগামী ২০ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্য পদে স্থগিতকৃত উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
(১৩ সেপ্টেম্বর) সোমবার বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে ফেঞ্চুগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গত ১১ এপ্রিল হওয়ার কথা ছিল। তবে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সেটি স্থগিত হয়ে যায়। এরপর গত ৩ জুন নির্বাচন কমিশনের সভায় পুনরায় গত ২১ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অবশেষে করোনা সংক্রমণ বাড়ার কারণে সেটিও স্থগিত করা হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ ডিসেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিনের আকস্মিক মৃত্যুতে এ পদটি শূন্য হয়।
Posted ৮:৩০ অপরাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
সংবাদমেইল | Nazmul Islam
.
.