
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ঢাকাঃ হাই কোর্ট বিভাগে বিচারপতি নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “আগামী সপ্তাহে ১০ থেকে ১২ জন বিচারপতি নিয়োগ করা হবে।” তবে কাদের নিয়োগ করা হবে তা বলতে রাজি হননি মন্ত্রী। সূত্র ডেইলি স্টার।
এর আগে ২০১৬ সালের মাঝামাঝি সময়ে সর্বোচ্চ আদালতের বিচারপতি সঙ্কট কাটাতে আটজন বিচারপতি নিয়োগের সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। তা এখনও আলোর মুখ দেখেনি।
দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় সুপ্রিম কোর্ট ও সারা দেশের অন্যান্য আদালতে বিচারক সঙ্কটে বিচারকাজ ব্যাহত এবং ব্যাপক মামলা জট তৈরি হচ্ছে।
সুপ্রিম কোর্টের সাম্প্রতিক হিসেব অনুযায়ী, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হাই কোর্টে চার লাখ ১৪ হাজার ৩৫টি মামলা বিচারাধীন অবস্থায় ছিল। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আট হাজার চারশ ৪৯টি মামলা নিষ্পত্তি করতে পেরেছে ওই আদালত।
এর আগে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৩৭ হাজার সাতশ ৫৩টি মামলা নিষ্পন্ন হয়। এর পর বিচারাধীন মামলার সংখ্যা দাড়ায় তিন লাখ ৯৪ হাজার দুইশ ২৫টি।
সংবাদমেইল/এসএ/এনএস
Posted ৪:৪৮ অপরাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.