
গাজীপুর জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
গাজীপুর: বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও ভ্রাতিত্ববোধ কামনায় টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। এতে প্রায় ৩৫-৪০ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার বেলা ১১টা ১৩ মিনিটে এ মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।
ময়দান ছাড়াও আশপাশের বাড়িঘর, রাস্তা, যানবাহন যে যেখানে পেরেছেন সেখান থেকেই মোনাজাতে অংশ নেন।
এবারও আখেরি মোনাজাত পরিচালনা করছেন তাবলিগ জামাতের বিশ্ব আমির ও ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা মুহাম্মদ সা’দ। তিনি আরবি ও উর্দুতে মোনাজাত করেন।
মোনাজাতে অংশ নিতে রাজধানীসহ আশেপাশের জেলার মুসল্লিরা শনিবার থেকেই ইজতেমা ময়দানে এসে অবস্থান করেন। এছাড়া রোববার সকালে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারী মুসল্লিরাও এসেছিলেন মোনাজাতে শরিক হতে।
দ্বিতীয় পর্বের এ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৫২তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।
মোনাজাতে দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিসহ বিশ্বের প্রায় ৩৫ থেকে ৪০ লাখ মানুষ শরিক হয়েছেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার শুরু হয় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এ পর্বে বাংলাদেশের ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লি যোগদান করেছেন। অংশ নিয়েছেন বিশ্বের ৬৫টি দেশের প্রায় ১২ হাজার বিদেশি অতিথি।
সংবাদমেইল২৪.কম/ইএ/এনএস
Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২২ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.