এমদাদুল হক,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭ | প্রিন্ট
নিজামিয়া বিশকুটি (রহ:) স্মৃতি পরিষদের পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ বলেন,এদেশ আওলীয়ায়ে কেরামের আবাদ করা একটি উর্বর। আওলীয়ায়ে কেরামের অনুসারীরা কখনো জংঙ্গি হতে পারে না। তাই যারা নিজের জীবনকে আওলীয়ায়ে কেরামের দেখানো পথে পরিচালিত হবে তারা কখনো বিপথগামী হবেনা। এদেশে জঙ্গীবাদ সন্ত্রাসী কর্মকান্ড তারাই করছে যারা মানুষকে আওলীয়ায়ে কেরামের দেখানো পথ থেকে মানুষকে দূরে সরিয়ে তাদের মনগড়া মতবাদ তৈরী করছে। এরাই ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গীবাদ আর সন্ত্রাসী কাজ চালিয়ে যাচ্ছে। এদের মুখোশ সমাজে তুলে ধরে মানুষকে ইসলামের সঠিক পথ অনুসরণ করার আহব্বান জানান।
(০৫ জুলাই) বুধবার বিকালে কুলাউড়া ব্রাহ্মনবাজার হিংগাজিয়া সিনিয়র মাদরাসা কনফারেন্স হলে
নিজামিয়া বিশকুটি (রহ:) স্মৃতি পরিষদের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হিংগাজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুন্তাকিম, ব্রাহ্মনবাজার ইউপি আল-ইসলাহর সভাপতি মাসুদ আহমেদ,সাধারন সম্পাদক এম.এ শহিদ, যুগ্ম সম্পাদক মাও শাহিদ খান,সাংগঠিক সম্পাদক হাঃ আব্দুস সামাদ,পরিষদের স্থায়ী কমিটির সদস্য আশরাফুল ইসলাম আবুল,বিশিষ্ট সমাজ সেবক মোঃ দেলোয়ার হোসেন,হিংগাজিয়া বাজার জামে মসজিদের সভাপতি মোঃ আছদ্দর আলী,হিংগাজিয়া রক্তদান সমাজিক সংঘের সাধারন সম্পাদক আব্দুল মুকিতসমাজ সেবক সিরাজুল ইসলাম সায়েক ও মোঃ রুবেল মিয়া।
বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সুয়েব আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক জামাল আহমদ,সাংগঠিক সম্পাদক এমদাদুল হক,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃআব্দুল মুহিত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফ আলী সুবেক,সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নিজাম উদ্দিন,অর্থ সম্পাদক আসিদ আলী,পরিষদের সদস্য-জাবের আহমদ,ছাদিকুর রহমান প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমাজ কল্যান সম্পাদক ইমরান আহমদ,সদস্য-দেলোয়ার হোসেন,মাহমুদুর রহমান,মোঃ সাহরিয়ার সালমান,মিছবাউজ্জামান ইমন,সুহেল আহমদ,সাইদুল ইসলাম,আশরাফুল ইসলাম,মিছবাউর রহমান,মোহাম্মদ আলী,আলী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
সংবাদমেইল২৪.কম/এসএএস/এনআই
Posted ১০:১৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ জুলাই ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.