
সিলেট জেলা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ফাইল ফটো
সিলেট: জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রহমান চৌধুরী ওরফে রাজন চৌধুরীকে কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা আরও দুজন আহত হন।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে এমসি কলেজের সামনে টিলাগড় মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহত তিনজনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাত একটার দিকে গোলাম রহমানকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
গোলাম রহমানের বড় ভাই গোলাম সোবহান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল সাতটার তার ভাইকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছেন, তার দুই পা ও হাতে সাতটি কোপ রয়েছে। কোপে ডান পায়ের হাড় ভেঙে গেছে। বাঁ হাতের দুটো আঙুলও প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৯ মে এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেন গোলাম রহমান। তার সেই ছবি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।
সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস
Posted ৫:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০১৭
সংবাদমেইল | Nazmul Islam
.
.