
কমলগঞ্জ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | প্রিন্ট
নভেল করোনাভাইরাসের কারণে থমকে গেছে পুরো দুনিয়া। দেশের জনগণকে মরণঘাতি এ ভাইরাসের সংক্রমন থেকে দূরে রাখতে প্রতিনিয়ত নির্দেশনা দিয়ে যাচ্ছে সরকার। সারাদেশের মতে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সকল প্রতিষ্ঠান বন্ধ। ফলে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন দিনে এনে দিনে খাওয়া মানুষেরা।
এই অসহায় মানুষের পাশে মহতী উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এ আর নোমান। তিনির অর্থায়নে সাংবাদিক জয়নাল আবেদীন ও তিনির বড় ভাই রেজাউর রহমান চৌধুরী অসহায় পরিবারের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।
রবিবার (১৯এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ১০০টি পরিবারের হাতে তুলে দেয়া হয় খাদ্যসামগ্রী
এসময় উপস্থিত ছিলেন, রেজাউর রহমান চৌধুরী কয়ছর, দৈনিক ভোরেরডাক ও সিলেট ভিউ টুয়ান্টি ফর ডটকম এর কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, আব্দুল কুদ্দুছ, সালাম আহমদ, আজিজুল ইসলাম, তসি মিয়া প্রমুখ।
অসহায় ও দুস্থদের মধ্যে প্রত্যককেস প্রথম দিন, ১৬ কেজি চাল, ৫ কেজি পেয়াজ, ২ কেজি চানা, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১টি সাবান এবং দ্বিতীয় দিন ৮ কেজি চাল , ১কেজি লবন, ১কেজি আলু, আধা কেজি ডাল, ১ কেজি চানা প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী এ আর নোমান জানান, এ ক্লান্তি সময় অসহায় কিছু মানুষকে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ায় মানুষ উপকৃত হবে। আমার ব্যক্তিগত এ উদ্যেগ অসহায়দের খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছি। বর্তমান পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে আমার আরো পরিকল্পনা রয়েছে।
Posted ২:৩৩ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
সংবাদমেইল | Nazmul Islam
.
.