
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | প্রিন্ট
নতুন একটি নাটকে জুটি বেঁধে কাজ করলেন জিয়াউল ফারুক অপূর্ব ও সানজিদা প্রীতি। নাটকের নাম ‘ফিউচার অ্যাপ’। আরমান শায়েরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ময়ূখ বারী।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, “নতুন গল্প, সায়েন্স ফিকশনের একটা ব্যাপার দেওয়ার চেষ্টা করেছি। কম বাজেটের নির্মাণ হলেও দর্শকের ভাল লাগবে। টিমের সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। অপূর্ব ভাই শুধু অভিনয়ই করেননি, পাশাপাশি আমাকে পরিচালনায় অনেক সহায়তা করেছেন। আশা করি ভালো লাগবে সবার ”।
জেএ মাল্টিমিডিয়া ও ঈগল এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হওয়া নাটকটিতে দেখা যাবে নিজের বর্তমান আর ভবিষ্যতের মাঝে আটকে থাকে অপূর্ব। যখন সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তখন প্রীতির বন্ধুর সঙ্গে দেখা হয় তার। তখন অপূর্বকে একটা ট্যাব দেয় প্রীতির বন্ধু। যার মধ্যে পৃথিবীর আশ্চর্যতম একটি অ্যাপ থাকে। যার নাম ‘ফিউচার অ্যাপ’। যেহেতু অপূর্ব তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত তাই এই অ্যাপ তাকে সাহায্য করবে তার অদূর ভবিষ্যৎ দেখতে। এরপর অপূর্ব অ্যাপটি ব্যবহার করে ভবিষ্যতে যায়। এরপর ঘটে নানা ঘটনা।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে নাটকটির। খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার করা হবে এটি।
সংবাদমেইল২৪.কম/এন আই/এনএস
Posted ৩:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
সংবাদমেইল | Nazmul Islam
.
.