সোমবার ২৭ মার্চ, ২০২৩ | ১৩ চৈত্র, ১৪২৯

অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম (রঃ)’র ইসালে সওয়াব সম্পন্ন

সংবাদমেইল ডেস্ক : | বুধবার, ০২ নভেম্বর ২০১৬ | প্রিন্ট  

অধ্যক্ষ আল্লামা আব্দুর রহিম (রঃ)’র  ইসালে সওয়াব সম্পন্ন

কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী আধ্যাত্মিক দ্বীনি বিদ্যাপীঠ হিংগাজিয়া সিনিওর মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা বিস্কুটি (রঃ) এর অন্যতম খলিফা শাহ ছুফি আল্লামা আব্দুর রহিম (রঃ) এর ইসালে সওয়াব মাহফিল গত ৩০শে অক্টোবর হিংগাজিয়া মাদ্রাসা ক্যাস্পাসে সম্পন্ন হয়েছে ।

সকাল থেকে তাছবিহ ,তালীল ,খতমে খাজেগান ও দোয়ার মধ্য দিয়ে মাদ্রাসার বর্তমান এবং সাবেক শিকক্ষার্থীরা প্রিয় হুজুরকে স্মরণ করেন।


মাদ্রাসার সাবেক অধ্যক্ষ অল্লামা আব্দুল কুদ্দুস সিদ্দিকীর সভাপতিত্বে মাওলানা ফয়জুর রহমানের পরিচালনায় ইসালে সওয়াব মাহফিলে বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা আব্দুল মুন্তাকিম , আল্লামা মুফতি ফয়জুর রহমান , মুফতি গোলাম ছরওয়ার খান ,আনজুমানে আল ইসলাহ কুলাউড়া উপজেলার সম্পাদক হাজী আবুল কালাম , চৌধুরীবাজার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আইয়ুব আনসারী, বরমচাল খন্দকার মাদ্রাসার সুপার মাওলানা আনসার উদ্দীন, বি আর ডিবির সাবেক চেয়ারম্যান ডাঃ মুহিবুর রহমান.কুলাউড়া সাংবাদিক সমিতির সভাপতি, সংবাদ মেইল২৪.কমের সম্পাদক ও প্রকাশক প্রভাষক মানজুরুল হক ,ইউছুফ তৈয়বুন বালিকা বিদ্যলয়ের প্রধান শিক্ষক মোঃ মাশহদ করীম ,মাওলানা হারুনুর রশীদ, মাওলানা ছায়েম আহমদ প্রমূখ ।

এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মছব্বির প্রভাষক আব্দুল মনাফ .প্রভাষক জুবায়ের আহমদ  ।


বক্তারা বলেন, আল্লামা আব্দুর রহিম ( রঃ )হিংগাজিয়া মাদ্রাসার প্রতিষ্টাকালীন সময় থেকে নিজের ব্যাক্তিগত এবং পারিবারিক জীবনকে পেছনে ফেলে অকান্ত পরিশ্রম করে হাজার হাজার আলেমে দ্বীন তৈরী করেছেন । ইলমে মারেফতের উচ্ছ স্তরের বুজুর্গ হয়ে ও সাধারণ মানুষের মত জীবন যাপন করেছেন , তিনি ছিলেন মদীনাওয়ালার প্রেমে নিমজ্জিত একজন সত্যিকারের আশিকে রাসুল । তার রেখ যাওয়া খেদমত সমুহকে আজীবন চালিয়ে যাওয়ার দীপ্ত শপথ নেন বক্তাগন ।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৬:২৮ অপরাহ্ণ | বুধবার, ০২ নভেম্বর ২০১৬

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত