
স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
ছবিঃ- অকালে প্রয়াত জাহাঙ্গীর আহমদ।
জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের তরুন সমাজসেবক জাহাঙ্গীর আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। গত ৭ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেটের উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তার বয়স ছিল ৪১ বছর। গত বুধবার তিনি নিজ বাড়িতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়লে বাড়িতে থাকা চাচাতো ভাই রুহুল আমিন পরিবারের সদস্যদের সাথে নিয়ে কুলাউড়ায় চাচার বাসায় নিয়ে আসেন। পরে তাঁর শারিরিক অবস্থার অবনতি দেখে সিলেটে উইমেন্স মেডিক্যালে ভর্তি দিলে দ্রুত তাকে লাইফ সাপোর্টে রেখেও বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার বেলা ৩টায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে বিরইনতলা ঈদগাহ প্রাঙ্গনে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। কর্মজীবনে জাহাঙ্গীর আহমদ একসময় কাতার প্রবাসী ছিলেন। একমাত্র পুত্র সন্তান হওয়ায় পরিবারের সদস্যদের দেখাশুনা করতে ২০০২ সালে চলে আসেন দেশে। এরপরে বাড়িতে থেকে স্থানীয় বাসিন্দাদের সুখে দুঃখে প্রতিনিয়ত পাশে থাকতেন। তিনি মা-চার বোন-স্ত্রী হাজেরা ও তাসফিয়া নামে ৪ বছরের এক কণ্যা সন্তান রেখে গেছেন। ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। সর্বদা হাস্যোজ্জল জাহাঙ্গির আহমদের অকাল মৃত্যুতে পুরো জুড়ী উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষ বিদায় জানাতে বাড়িতে জড়ো হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন স্থানীয় গন্যমান্য ব্যক্তিগনসহ শত শত মানুষ। উল্লেখ্য,সদ্য প্রয়াত জাহাঙ্গীর আহমদ ফুলতলায় অবস্থিত ওলিকুল শিরোমণী হযরত শাহ নিমাত্রা (রঃ) আঃ এঁর মাজার পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক- ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত সাবেক সদস্য মরহুম আব্দুর রাľাকের পুত্র ও কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শক মরহুম আব্দুর রফিকের ভাতিজা।
শোক প্রকাশ: হাস্যোজ্জল চরিত্রের অধিকারী সাহসী তরুণ সমাজসেবক জাহাঙ্গীর আহমদের মৃত্যুতে শোকাহত পরিবাররে প্রতি সমবেদনা ও গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো আব্দুল মতিন, সাবেক এমপি ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন,সুলতান মোহাম্মদ মনসুর আহমদ,নওয়াব আলী আব্বাস খান, বাংলাদেশ মেডিক্যাল এসোশিয়েশন বিএমম সিলেটের সভাপতি অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম,কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্ব শফি আলম ইউনুছ,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, ফুলতলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়াম্যান মাসুক আহমদ,কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক চৌধরী আবু সাইদ ফুয়াদ,সিনিয়র সহ সভাপতি ময়নুল হক পবন,বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মানজুরুল হক, সহ সভাপতি আলাউদ্দিন কবির, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শরীফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধরী,তথ্য ও গবেষনা সম্পাদক সাইদুল হাসান সিপন, সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন প্রমূখ।
Posted ৭:৪২ অপরাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০১৮
সংবাদমেইল | Nazmul Islam
.
.