মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

সিরিয়ায় বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক,সংবাদমেইল২৪.কম | রবিবার, ০১ অক্টোবর ২০১৭ | প্রিন্ট  

সিরিয়ায় বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত

সিরিয়ায় বিদ্রোহীদের শক্ত ঘাঁটি উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর আল জাজিরা

শনিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।


খবরে প্রকাশ, আগের দিন রাতে তুরস্ক সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে আমানাজ শহরে বিমান হামলা চালানো হয়। হামলায় একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে হতাহতের পাশাপাশি আরও অনেকে নিখোঁজ রয়েছেন।

সিরিয় সরকার নাকি তাদের মিত্র রাশিয়া বিমান হামলাটি চালিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। প্রথম হামলার পর উদ্ধার অভিযান চলাকালে দ্বিতীয়বার হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি।


তুরস্কের বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, হামলায় কমপক্ষে ৪০ জন বেসামরিক লোক নিহত হওয়ার পাশাপাশি ৭০ জন আহত হয়েছেন।

তবে রাশিয়া ও সিরিয়ার সামরিক কর্তৃপক্ষ বেসামরিক নাগরিকদের হত্যার কথা অস্বীকার করেছে। সেই সঙ্গে দাবি করেছে, তাদের লক্ষ্যবস্তু শুধুমাত্র বিদ্রোহীরা।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ২:০০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত