মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

শ্রীমঙ্গলে রেলের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মানববন্ধন

শামসুল ইসলাম শামীম,শ্রীমঙ্গল : | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট  

শ্রীমঙ্গলে রেলের উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মানববন্ধন

শ্রীমঙ্গলের ভানুগাছ সড়কে রেলওয়ে বিভাগ কর্তৃক দখলদার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

রোববার দুপুরে ‘ভানুগাছ রোডস্থ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।


কর্মসূচী চলাকালে শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া খান, সহ-সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ইকবাল হোসেন ভুইয়া, শামিম মিয়া, শামসুল ইসলাম শামিম প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষয়ক্ষতির তালিকা করুন, প্রয়োজনে তালিকা নিয়ে ক্ষতিপূরণের জন্য রেলমন্ত্রীর কাছে যাব’।


ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন বলেন, ‘রেলের উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা নিঃশ্ব হয়ে পড়েছেন। তাদের ঘরে খাবার নেই।

তিনি বলেন, কতিপয় প্রভাবসালী এই জায়গা লিজ নেয়ার চেষ্টা করছে। তাদের পরিস্কার বলে দিতে চাই- যদি কোনো প্রভাবশালী লিজ নেয়ার চেষ্টা করেন তবে শ্রীমঙ্গলে রক্তের বন্যা বয়ে যাবে’।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী শামীম হোসেন ক্ষতিগ্রস্থদের পূনর্বাসন দাবী জানিয়ে বলেন, ’আমাদের রোহিঙ্গা বানানোর চেষ্টা করা হচ্ছে,উচ্ছেদের কারণে আমরা আমাদের পরিবার নিয়ে রাস্তায় বসতে বসেছি’।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ওয়াজেদুল হক সাহেদ বলেন, ‘তারা আমাদের ১০ মিনিটের সময়ও দেইনি। সময় সময় পেলে জিনিসপত্র সরিয়ে নেয়া সম্ভব হতো কিন্তু না পেয়ে আমরা অনেক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি’।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় ১৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তথ্য প্রকাশ করেন।
মানববন্ধন চলাকালে কৃষি নার্সারী প্রকল্পের নেতৃস্থানীয় কেউ উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত