মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

রাজনগরে দিন দুপুরে বাসায় চুরি,আটক-১

রাজনগর প্রতিনিধি:,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৪ জুলাই ২০১৮ | প্রিন্ট  

রাজনগরে দিন দুপুরে বাসায় চুরি,আটক-১

মৌলভীবাজারের রাজনগরে সোনালী ব্যাংকের ম্যানেজারের বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ৩ ভরি স্বর্ণ, ১০ ভরি রূপার অলঙ্কার ও নগদ ৫ হাজার ৬’শ টাকা নিয়ে গেছে।

এঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে ২ হাজার ৫’শ টাকাসহ কিছু অলঙ্কার উদ্ধার করা হয়েছে।
ওই ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে রাজনগর থানায় মামলা (নং-০৫, তাং-৩/৭/২০১৮) করেছেন।
পুলিশ ও মামলার এজহার সূত্রে জানাযায়, রাজনগর উপজেলা পরিষদ সংলগ্ন এমএ সামাদ এপার্টমেন্টের ২য় তলায় ভাড়াটিয়া হিসেবে সোনালী ব্যাংকের কুলাউড়া উপজেলার ফুলেরতল বাজার শাখার ম্যানেজার মহসীন আলম পরিবার নিয়ে বসবাস করেন। তাদের ঘরের কাজে সহযোগিতার জন্য উপজেলার উত্তর ঘরগাঁও গ্রামের আব্দুল মালিকের স্ত্রী রেলী বেগম মাঝে মাঝে বাসায় আসতেন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে রেলী বেগম বাসায় এলে তাকে কক্ষে রেখে মহসীন আলমের স্ত্রী রেশমা বেগম বাথরুমে গোসল করতে যান। বিকাল ৪টার দিকে গোসল শেষ করে তিনি কক্ষে এসে আলমারী খোলা ও কাপড় মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে পান। পরে তিনি রেলী বেগমকে খোঁজাখুঁজি করে না পেয়ে মোবাইল ফোনে তার স্বামীকে বিষয়টি জানান। মহসীন আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনগর থানার ওসিকে জানালে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেলীকে তার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ১০ ভরি রূপা ও ২ আনা ওজনের সোনার একটি আংটিসহ ২ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়েছে। বাকী অলঙ্কার তার ছেলে মাছুম মিয়া বিক্রি করে দিয়েছে বলে আটক রেলী বেগম পুলিশকে জানায়। এঘটনায় সোনালী ব্যাংকের ওই কর্মকর্তা বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আটক রেলী বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।


রাজনগর থানার ওসি শ্যামল বণিক বলেন, চুরি যাওয়া কিছু অলঙ্কার ও টাকা উদ্ধার করা হয়েছে। চোর রেলী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৭:৪০ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত