মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মৌলভীবাজার সদরে ৬২৫ হেক্টর জমির ধান পানির নিচে

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭ | প্রিন্ট  

মৌলভীবাজার সদরে ৬২৫ হেক্টর জমির ধান পানির নিচে

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে মৌলভীবাজার সদর উপজেলার ৬২৫ হেক্টর জমির ধান পানির নিচে তলিয়ে গেছে।

এতে কৃষকদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। চৈত্র মাসের অকাল বৃষ্টিতে শত শত কৃষকের স্বপ্ন বন্যার পানিতে মিশে গেছে।


তলিয়ে যাওয়া হাওরগুলোর মধ্যে রয়েছে গিয়াসনগর ইউনিয়নের হাইলহাওর, বাউলার হাওর, একাটুনা ইউনিয়নের কাউয়াদীঘি হাওর, আপার কাগাবলা ইউনিয়নের বরের হাওর, মোস্তফাপুর ইউনিয়নের হাইলহাওর, কনকপুর ইউনিয়নের চাতলা হাওর, আখাইলকুড়া ইউনিয়নের কাউয়াদীঘি হাওর।

মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কমর্র্কতা সুব্রত কুমার দত্ত জানান, চৈত্র মাসের অকাল বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলের পানিতে মৌলভীবাজার সদরের বিভিন্ন হাওরে ফলানো ধান   পানির নিচে তলিয়ে গেছে। আবহাওয়া ভালো না হলে আরো ধানি জমি তলিয়ে যাবার আশঙ্কা রয়েছে। তবে এখনি ক্ষয়ক্ষতির পরিমান নির্ণয় করা যাবে না বলে তিনি জানান।


কৃষি অফিস ও কৃষক সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাকা বা আধাপাকা ধান হলে চার পাঁচদিন পানির নিচে থাকলেও আশা করা যায়। কিন্তু ধানের থোড় আশার সময় এবং ধানেরর চারা শক্ত হওয়ার আগে পানির নিচে তলিয়ে গেছে। এ অবস্থা আরো কয়েকদিন চলতে থাকলে ফসল পাওয়ার সম্ভাবনা কম।

উল্লেখ্য, মৌলভীবাজারে ৫০ হাজার ৪৬৪ হেক্টর জমিতে বোরো চাষ করা হয়। কৃষি সম্প্রসারণ অফিস জানায়, মৌলভীবাজারে দুই লাখ ৪৭ হাজার ৮৯ জন কৃষক রয়েছেন।


সংবাদমেইল২৪.কম/কেইউ/এন আই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:৩০ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত