মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মৌলভীবাজারে হাসপাতালে ১০ লাশের দুর্গন্ধে চরম ভোগান্তি

আনহার আহমদ সমশাদ,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭ | প্রিন্ট  

মৌলভীবাজারে হাসপাতালে ১০ লাশের দুর্গন্ধে চরম ভোগান্তি

মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাট পৃথক জঙ্গি আস্তানায় নিহত ১০ লাশে’র  অসহনীয় দুর্গন্ধ হাসপাতালের আবাসিক রোগী ও দরগাহ মহল্লা’র আবাসিক এলাকাজুড়ে ছড়িয়ে নতুন ভুগান্তি’র সৃষ্টি হয়েছে।

সোয়াট বাহিনীর অপারেশন ম্যাক্সিমাস কালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিহত ৪ শিশু ৩ মহিলা ৩ পুরুষ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন ও  ডিএনএ নমুনা সংগ্রহ করে সদর হাসপাতাল লাশ ঘরে রাখা হয়েছে।
হাসপাতালের নতুন ভবনে’ আবাসিক রোগী আসমা খাতুন ও দায়িত্ব পালনরত কয়েকজন জানালেন অসহনীয় দুর্গন্ধে স্বাভাবিক ভাবে নি:শ্বাস নিতে পারছেননা।


সড়ক দিয়ে চলাচলকালে মুহিবুর রহমান জানান বাতাশে বিদ্রুপ গন্ধ সইতে হচ্ছে।আপদ গুলো মরেও জালাইতেছে।

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো বলেন আইনি কাজের সুবিধা’র জন্যে লাশ গুলো রাখা হয়েছে।


ভোগান্তি লাঘবে শিঘ্রই হস্থান্তর বা সমাহিত করতে সরিয়ে ফেলা হবে।তিনি আরো জানান  রবিবার (২ এপ্রিল) দুপুরে তিন সদস্যের মেডিকেল টিম নিহত ৩ জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন করেছেন। নাসিরপুরে নিহত জঙ্গিদের মতো এই তিনজনের দেহও ছিন্নভিন্ন হয়ে গেছে। সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটানোর কারণে তাদের পেট ও কোমরের অংশ উড়ে গেছে। তাদের শরীরে ছোট ছোট তারের টুকরো পাওয়া গেছে। তিন জঙ্গিরই মৃত্যু হয়েছে সুইসাইডাল ভেস্ট বিস্ফোরণ ঘটিয়ে। তাদের দুইজন পুরুষ ও একজন নারী। পুরুষদের মধ্যে একজনের বয়স ৪০-৪২ বছর, অপরজনের বয়স ৩৬-৩৮ বছর। অন্যদিকে, নারীটির বয়স ২৮-৩০ বছর।

এছাড়া নাসিরপুরের জঙ্গি আস্তানায় বিস্ফোরণের ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার এস আই শাহাবউদ্দিন বাদী হয়ে এ মামলাটি করেছেন।


মৌলভীবাজার মডেল থানার ওসি অকিল উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিষয়টির তদন্ত চলছে।

সংবাদমেইল২৪.কম/এন আই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৭:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত