মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মৌলভীবাজারে বিদ্যুৎ গ্রাহকদের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭ | প্রিন্ট  

প্রিপেইড মিটারে গ্রাহকদের বিদ্যুৎ বিলে অতিরিক্ত চার্জ আরোপ, প্রিপেইড কার্ড সংগ্রহে চরম ভোগান্তিসহ নানাবিধ হয়রানি ও অবিলম্বে প্রিপেইড মিটার বন্ধ করার দাবিতে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে গতকাল সকালে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক ফোরাম মৌলভীবাজার-এর ব্যানারে সংগঠনের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মাতুকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহর পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনতি বিলম্বে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করার জোর দাবি জানান। এ সময় বক্তারা বলেন, সরকার ২০০৮ সালে ক্ষমতা গ্রহণের পর আটবারের বেশি বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেও ক্ষান্ত হয়নি। দেশের মানুষ অভাব অনটনের মধ্যে দিন যাপন করছে। একদিকে চাল ডাল নিত্যপণ্যসহ সব ধরনের জিনিসের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস চলছে। বন্যাসহ অসংখ্য দুর্যোগ লেগেই আছে। অন্যদিকে ঘরে ঘরে চাকরি দেয়ার কথা বলে আজও সেই ঘোষণার বাস্তবায়ন হয়নি। এখন খেটে খাওয়া মানুষ ও চাকরিজীবীদের বেতন বা পারিশ্রমিক পাওয়ার পূর্বে অগ্রিম টাকা পরিশোধ করে প্রিপেইড মিটারে বিদ্যুৎ ব্যবহারে বাধ্য করা একটি মারাত্মক জুলুম চাপিয়ে দেয়ার মতো নির্যাতনেরই নামান্তর। বক্তারা অচিরেই মৌলভীবাজারে প্রিপেইড মিটারের সংযোগ বিচ্ছিন্ন ও নতুন সংযোগ বন্ধ রাখার দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ আবদুর রশিদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ গৌছুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সম্পাদক ওয়াহিদুজ্জামান দুলাল, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মোনাহিম কবির, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাদ উদ দীন, সাংবাদিক হোসাইন আহমদ, অধ্যাপক শাহ গিয়াস উদ্দিন, সংগঠনের অর্থ সম্পাদক কবির আহমদ শাহিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মতিউর রহমান শিমুল, সদস্য মাওলানা মাহমুদুল হাসান, সুলাইমান তালুকদার, অ্যাডভোকেট সৈয়দ নেপুর আলী, ছাত্রনেতা মামুনুর রশিদ মামুন, এইচ এম সামাদ, মাহমুদুর রহমান মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত