মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

বিশেষ প্রতিনধি,সংবাদমেইল২৪.কম | শনিবার, ১৪ জুলাই ২০১৮ | প্রিন্ট  

মৌলভীবাজারে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের পংমদপুর বরহাওরে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ২ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। পুলিশ ১৮ জনকে আটক করেছে।

(১৪ জুলাই) শনিবার সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার পূর্ব লামুয়া গ্রামের মনর মিয়া লন্ডনী ও লেবাস মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ঝগড়া চলছিলো। এর জের ধরে শুক্রবার রাতে কয়েক দফা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এরপর উভয় পক্ষ শনিবার দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে দুইজন নিহত হন। নিহতরা হলেন লামুয়া গ্রামের মো. আব্দুল মালিক (৫০) ও পূর্ব খলিলপুর এলাকার শফিফুর রহমান (২৫)। এ ঘটনায় গুরুতর আহত সুহেল আহমদ (৩৫) ও লিয়াকত আলী (৩০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সেলিম মিয়াসহ (২৫) আরও ৪ আহতকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অপর আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তাদের মধ্যে কয়েকজন হলেন আউয়াল মিয়া (৩৪), রুমান মিয়া (২৭), রায়হান (২৫), সুফি মিয়া (৬০), মহরুপ রহমান (৩০), রাজীব আহমদ (৩৩), আহতাব হোসেন (১৭), রেজিয়া (২৮), জমসেদ মিয়া (৫৫), ফখরুল ইসলাম (৪৬), ইমন মিয়া (৩০), তাহের মিয়া (৩৩), জয়নাল মিয়া (৪০), মো. সুয়েব (২৪), রুনা বেগম (১৭), হুছনা বেগম (৪০), ইকরা মিয়া (৪০), সেলিম মিয়া (২৭), রুহেনা বেগম (২৮), হালিমা বেগম (২৩), মিনহাজ মিয়া (৩৩), মহসীন মিয়া (২৮), উমেদ মিয়া (২৩), সুহেল মিয়া (৩৫)।

এদিকে পুলিশ ওই এলাকা থেকে ১৮ জনকে আটক করেছে। মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।


মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ রায় সংঘর্ষে দুই জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান আহত অবস্থায় হাসপাতালে অন্তত ৩৫ জন এসেছিল। তাদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ২ জনকে মৌলভীবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষে নিহত ২ জনের সুরতহাল রিপোর্ট তৈরিকারী মডেল থানার উপ পরিদর্শক মহসীন ভূঁইয়া জানান, নিহতদের বুকে ও ঘাড়ে সুলফির আঘাত রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:২৭ অপরাহ্ণ | শনিবার, ১৪ জুলাই ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত