মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

মংডুতে এক মাসে সহিংসতায় নিহত ৮৪: দাবি মিয়ানমারের

আন্তর্জাতিক ডেস্ক,সংবাদমেইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট  

মংডুতে এক মাসে সহিংসতায় নিহত ৮৪: দাবি মিয়ানমারের

২৫ অগাস্ট সহিংসতা শুরুর পর এক মাসে রাখাইন রাজ্যের মংডুতে মোট ৮৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মিয়ানমার সরকার।

গত ২৫ অগাস্ট রাখাইনে সেনা ও পুলিশ ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর নির্বিচারে এই মুসলিম জনগোষ্ঠীকে হত্যার অভিযোগের মধ্যে মিয়ানমারের সরকারি এই ভাষ্য এলো।


মিয়ানমারের তথ্য কমিটির বরাত দিয়ে বুধবার দেশটির সংবাদপত্রের প্রতিবেদনে এমন তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে রোহিঙ্গা, হিন্দু, রাখাইনসহ অন্য নৃগোষ্ঠী এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দাবি, রাখাইনে তাদের নির্বিচারে হত্যার পাশাপাশি ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী, ধর্ষণ করা হচ্ছে নারীদের।


রোহিঙ্গাদের উপর এই দমন-পীড়নকে জাতিগতভাবে নির্মূল অভিযান হিসেবে দেখছে জাতিসংঘ।

তবে রাখাইন রাজ্যে অভিযান নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অতিরঞ্জিত খবর দিচ্ছে বলে মিয়ানমার সরকারে দাবি।


মিয়ানমারের তথ্য কমিটির বিবৃতিতে বলা হয়েছে, মংডুতে গত বছরের অক্টোবরের সহিংসতার পর এক বছরে নিহতের সংখ্যা ১৬৩ জন এবং এই সময়ে নিখোঁজের সংখ্যা ৯১।

প্রাণ বাঁচাতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অনেকে বলেছেন, নিহত স্বজনকে ফেলে আসতে হয়েছে তাদের
সরকারের তরফে দেয়া হিসাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিহতদের সংখ্যা জানানো হয়। নিহত কারা কোন জনগোষ্ঠীর, তা জানানো হয়নি। তবে কয়েকদিন আগেই মংডুতে ২৮ হিন্দুর লাশ উদ্ধারের কথা সরকার জানায়, ফলে তারাও মোট নিহতের মধ্যে অন্তর্ভুক্ত বলে ধরে নেওয়া যায়।

এক মাসে ৪৪ জন নিখোঁজ বলেও তথ্য কমিটি দাবি করেছে।

গণতন্ত্র ফিরলেও সেনাবাহিনীর কর্তৃত্বের মধ্যে থাকা মিয়ানমারে সরকারের নানা ভাষ্য নিয়ে বরাবরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন তুলে আসছে।

রাখাইনে সেনা অভিযান ৫ সেপ্টেম্বর বন্ধ হওয়ার দাবি মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি করলেও তারপরও সেখানে বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার প্রমাণ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দিয়েছে। কক্সবাজারে নাফ নদীর ওপারে মংডুতে ধোঁয়া উড়তে বাংলাদেশ সীমান্ত থেকেও দেখা গেছে।

বৌদ্ধপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু জেলায় মুসলিম রোহিঙ্গাদের জনাধিক্য রয়েছে। বাংলাদেশে এদফায় পালিয়ে আসা পৌনে ৫ লাখ শরণার্থীর অধিকাংশ এই জেলার।

সহিংসতার জন্য আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিকে দায়ী করে আসছে মিয়ানমার সরকার।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১২:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত