শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু’র স্মৃতির প্রতি কুলাউড়ার গণমাধ্যমকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট  

ভাষা সৈনিক রওশন আরা বাচ্চু’র স্মৃতির প্রতি কুলাউড়ার গণমাধ্যমকর্মীদের শ্রদ্ধাঞ্জলি

ভাষা সংগ্রামী মহীয়সী নারী রওশন আরা বাচ্চু’র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ করেছেন কুলাউড়ার গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার বিকেল ৪টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৌর শহরের উছলাপাড়াস্থ তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ভাষা সৈনিক রওশন আরা বাচ্চুকে স্মরণ করলেও তাঁর সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রশাসন কিংবা কুলাউড়ার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের তৎপরতা দেখা যায়নি। শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মো. মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক আলাউদ্দিন কবির, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, দৈনিক আজকালের খবর প্রতিনিধি সুমন আহমদ।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ ডিসেম্বর সকাল সোয়া ১০টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবদ্দশায় তিনি বলতেন, ‘ভাষা বাঁচলে দেশ বাঁচবে।’ রওশন আরা বাচ্চু ১৯৩২ সালের ১৭ ডিসেম্বর মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় জন্মগ্রহণ করেন।


Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৫:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত