শুক্রবার ২৬ এপ্রিল, ২০২৪ | ১৩ বৈশাখ, ১৪৩১

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ৫ পরীক্ষার্থী আহত

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট  

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় ৫ পরীক্ষার্থী আহত

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।


আহতরা হল-পান্না রানী দাস (১৭), পল্লবী রানী দাস (১৭), ববিতা রানী দাস (১৭), প্রান্ত চন্দ্র দাস (১৮) ও পিয়ারা বেগম (১৭)। প্রাথমিক চিকিৎসা শেষে আহত পরীক্ষার্থীরা সিটবেডে পরীক্ষা দিয়েছেন। এদের মধ্যে প্রান্ত চন্দ্র দাস হাতে ও পল্লবী রানী দাস মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁরা সকলেই উপজেলার ফকিরবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়, কেন্দ্র সচিব ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরবাজার এলাকায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী সিএনজি চালিত অটোরিকশা মৌলভীবাজার-থ-১১-৯৮৩৭ হঠাৎ উল্টে যায়। এতে গাড়ীতে থাকা ৫জন পরীক্ষার্থী আহত হন। আহত অবস্থায় তাদের দাসেরবাজর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হলে কেন্দ্র সচিব দিপক চন্দ্র দাস ৩জনকে প্রাথমিক চিকিৎসা করান ও ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২জন পরীক্ষার্থী পরীক্ষা শুরুর প্রায় ১ ঘন্টা পরে নিয়ে আসা হয়। আহতদের মধ্যে পল্লবী রানী দাস মাথায় গুরুতর আঘাত লাগায় পরীক্ষা চলাকালীন সময় কয়েক বার অজ্ঞান হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত পরীক্ষার্থীরা সিটবেডে পরীক্ষা দিয়েছেন।


এ ব্যাপারে কেন্দ্র সচিব দিপক চন্দ্র দাস অটোরিকশা উল্টে পাঁচ পরীক্ষার্থী আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের সকলকে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হয়। দেরিতে অংশ নিলেও তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করেছে।’

সংবাদমেইল২৪.কম/এসএ/এনএস


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:৪১ অপরাহ্ণ | সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত