মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বড়লেখায় স্কুলছাত্র নিখোঁজ, প্রতিবাদে মানববন্ধন

এ.জে লাভলু, বড়লেখা | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট  

বড়লেখায় স্কুলছাত্র নিখোঁজ, প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারের বড়লেখায় পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ সাফোয়ান নিখোঁজ হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি এবং শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে।


রোববার (০১ ডিসেম্বর) বেলা একটায় বড়লেখা-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ, শিক্ষার্থী আদনান আহমদ, সাবের হোসেন, মুহতাসিম মাহদী শাওন, শামীম আহমদ, আশরাফ হোসেন ও সুমন আহমদ প্রমুখ।


এসময় বক্তারা বলেন, পিসি হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী সাফোয়ান গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এতে তার পরিবার খুবই উদ্বিগ্ন। এতো ছোট একটা ছেলে এতদিন ধরে নিখোঁজ রয়েছে, এটা খুবই উদ্বেগের ব্যাপার। আমরা চাই প্রশাসন তাকে দ্রুত খুঁজে বের করুক।

পরিবারিক সূত্রে জানা গেছে, মোহাম্মদ সাফোয়ান (১৫) উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে। সে বড়লেখা পিসি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ে। সাফোয়ান পরিবারের সঙ্গে বড়লেখা পৌরশহরের বারইগ্রাম এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকে।


গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাফোয়ান বাজারে চাল কেনার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরেনি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া যায়।

স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। এতে তারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সাফোয়ানের বড় ভাই মোহাম্মদ সালমান বড়লেখা থানায় একটি জিডি করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী রোববার (০১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বলেন, ‘এখনো সাফোয়ানের কোনো খোঁজ পাওয়া যায়নি। জিডির পর থেকেই আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। প্রতিদিনই বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছি। এখনো এক জায়গায় অভিযানে আছি।’

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৩৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত