বৃহস্পতিবার ২৮ মার্চ, ২০২৪ | ১৪ চৈত্র, ১৪৩০

বড়লেখায় লাল-সবুজের পতাকা বিক্রির ধুম

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬ | প্রিন্ট  

বড়লেখায় লাল-সবুজের পতাকা বিক্রির ধুম

মৌলভীবাজারের বড়লেখায় মহান বিজয় দিবসকে সামনে রেখে লাল-সবুজের পতাকা বিক্রির ধুম লেগেছে।

প্রতিবছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই শুরু হয় পতাকা বিক্রি। চলে বিজয় দিবস পর্যন্ত।


বুধবার বিকেলে কাঁধে একটি বাঁশ নিয়ে লাল-সবুজের নানা আকারের পতাকা সাজিয়ে পৌরশহরে বিক্রি করছেন আব্দুস সালাম নামের এক ফেরিওয়ালা। তার গ্রামের বাড়ি শিবচরে। প্রতিবছর ডিসেম্বর ও মার্চ মাস এলেই তিনি ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করে বেড়ান। এবারের ডিসেম্বরেও তিনি জাতীয় পতাকা বিক্রি করছেন। তবে বছরের অন্য সময় বিছানা-চাদর ফেরি করে সংসার চালান তিনি।

আব্দুস সালাম জানান, এসব পতাকার দাম ১০ টাকা থেকে শুরু হয়ে ৩শ’ টাকা পর্যন্ত। আয়-রোজগার সামান্য হলেও এ কাজ ভালো লাগে তার।


প্রতিবছর ডিসেম্বর আর মার্চ মাস এলেই বড়লেখায় পতাকা বিক্রির ধুম লেগে যায়। বিজয়ের মাস এলেই গাড়ির সামনে লাল-সবুজের পতাকা নিয়ে চলাচল করে অনেকে। বিভিন্ন প্রতিষ্ঠান, বাসাবাড়ির ছাদে শোভা পায় জাতীয় পতাকা।

সংবাদমেইল২৪.কম/এ.জে লাভলু/এনএস


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬

সংবাদমেইল |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত