মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বড়লেখায় রাস্তা ও বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৮ জুলাই ২০১৮ | প্রিন্ট  

বড়লেখায় রাস্তা ও বিদ্যালয় ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

মৌলভীবাজারের বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর আরএইচডি দৌলতপুর ভায়া চরগ্রাম রাস্তা উন্নয়ন ও বিছরাবন্দ কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (১৮ জুলাই) দুপুরে পৃথকভাবে ভবন নির্মাণ ও রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ শাহাব উদ্দিন। স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে ১ হাজার মিটার রাস্তা উন্নয়ন কাজে ব্যয় হবে ৬২ লাখ ২৪ হাজার ২৫৬ টাকা এবং বিদ্যালয় ভবন নির্মাণ কাজে ব্যয় হবে ৭৫ লাখ ৫ হাজার ৬৪০ টাকা।


এ সময় নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, থানার অফিসার ইন-চার্জ মুহাম্মদ সহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিজ মিয়া, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহাব উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ খান, ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম পংকু, যুবলীগ সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান সাদেক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, উত্তর শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১০:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুলাই ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত