মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বড়লেখায় বন্যা দুর্গত সহস্রাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ১৬ জুলাই ২০১৭ | প্রিন্ট  

বড়লেখায় বন্যা দুর্গত সহস্রাধিক  পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি, দাসেরবাজার, তালিমপুর ইউনিয়নের বন্যদুর্গত ৭শত চল্লিশ পরিবারের মাঝে ত্রাণ সমাগ্রী উত্তর শাহবাজপুর ও তালিমপুর ইউনিয়নের ৩শত পরিবারে নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরে পৃথক অনুষ্ঠানে ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতি ৩শত পরিবারে নগদ অর্থ, উত্তর বর্ণি সমাজকল্যাণ পরিষদ ৪৬৫ ও রৌটারি ক্লাব অব তোরাগ উত্তরা ঢাকা (ডিস্ট্রিক্ট ৩২৮১), ২৭৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।


ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির উদ্যোগে অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তবারক হোসেইন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা প্রেসক্লাব সম্পাদক ও এপিপি গোপাল দত্ত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন প্রমুখ।


দুপুরে রৌটারি ক্লাব অব তোরাগ উত্তরা ঢাকা ডিস্ট্রিক্টের আয়োজনে দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী বাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তবারক হোসেইন।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা প্রেসক্লাব সম্পাদক ও এপিপি গোপাল দত্ত, রৌটারি ক্লাব সভাপতি নূর এলাহী ভূইয়া, সহ-সভাপতি সুহেল আকাশ, ট্রেজারার ও সিলেট সমিতির দপ্তর ও প্রকাশনা সম্পাদক  মতিউর রহমান রুহেল, লুৎফুর রহমান, মুমিন আহমদ প্রমুখ।


বর্ণি ইউনিয়নে উত্তর বর্ণি সমাজকল্যাণ পরিষদের অনুষ্ঠানে এলাকার মুরব্বি মনুয়োর আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল ওদুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যবসায়ী এমএ মুহিত, সমাজসেবক ফয়ছল আহমদ, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রবাসী মিসবাউর রহমান, ইউপি সদস্য শাহাব উদ্দিন, পরিষদের সভাপতি ফয়ছল আহমদ, সমাজসেবক রহিম উদ্দিন, ফয়েজ আহমদ চুনু, কামরুজ্জামান খোকন প্রমুখ।

সংবাদমেইল২৪.কম/এজেএল/এনআই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ জুলাই ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত