মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বড়লেখায় থানা ভবনের দেয়াল-পিলারে ফাটল : ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির পানি

এ.জে লাভলু,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট  

বড়লেখায় থানা ভবনের দেয়াল-পিলারে ফাটল : ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির পানি

মৌলভীবাজারের বড়লেখায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত থানা ভবনের দেয়াল ও পিলারে ছোটবড় একাধিক ফাটল দেখা দিয়েছে। গত বছরের ২৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি থানা ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আনুষ্ঠানিক উদ্বোধনের আড়াই মাস পূর্ণ হওয়ার আগেই ভবনের পিলার, দেয়াল ও ছাদে অসংখ্য ফাটল দেখা দেয়ায় ভবনটির স্থায়িত্ব নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

সরেজমিন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারির বৃষ্টিতে নবনির্মিত থানা ভবনের ছাদ চুঁইয়ে পানি ঝরেছে ৪র্থ তলার সহকারী সাব-ইন্সপেক্টর ও কনস্টেবলদের ব্যারাকে। ছাদ চুঁয়ে বৃষ্টির পানি পড়ায় সহকারী সাব-ইন্সপেক্টরদের রুমের বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে গত ৪ দিন থেকে এ পুলিশ ব্যারাক অন্ধকারে নিমজ্জিত রয়েছে। ভবনের দক্ষিণ পাশের দেয়াল ও পিলারের নিচের অংশে দেখা দিয়েছে অসংখ্য ছোটবড় ফাটল। এছাড়া ভবনের বাইরের ভূমি সংলগ্ন স্কাটিং লাইনেও ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ফাটল দেখা দেয়ায় শুক্রবার সকাল থেকে ঠিকাদারের লোকজন মেরামত শুরু করেছে।


গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে নবনির্মিত এ থানা ভবনটি উদ্বোধনের আগে স্থানীয় পুলিশের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠে। সিডিউল মোতাবেক কাজ না করায় উদ্বোধনের আগে ভেঙ্গে পড়ে সেফটিক ট্যাংক। নির্মাণ কাজে নি¤œমানের সিমেন্ট ব্যবহারসহ বিভিন্ন ত্রুটির অভিযোগ করলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা আমলে নেয়নি। সংশি¬ষ্ট ঠিকাদার শাসক দলের জেলা পর্যায়ের বড় নেতা হওয়ায় প্রশাসনও সঠিক কাজ আদায়ে জোর খাটাতে পারেনি বলে সুত্র জানিয়েছে। ৪র্থ তলায় থানার কনস্টেবল আজগর আলী ব্যারাকে তার বেড দেখিয়ে বলেন, ‘অল্প বৃষ্টিতে ছাদ চুঁইয়ে পানি পড়ে বিছানা ভিজেছে।’

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পিলারের ফাটল ও ছাদ চুইয়ে পানি পাড়া খবর পেয়ে থানা ভবন পরিদর্শনে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী অমল পাল। তিনি ছাদে চিকন ফাটলের কথা স্বীকার করলেও কাজে অনিয়মের ব্যাপারে সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।


ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান বলেন, ‘ছাদের উপরে জল ছাদ থাকে। এটায় একটু সমস্যা হয়েছে। দুই তিন দিনের মধ্যে তা ঠিক করে দেয়া হবে। ফাটল দেখা দেয়া পিলারটি মূল ভবনের বাইরে। এতে সমস্যা হবে না।’

বড়লেখা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান ভবনের দক্ষিণ পাশের দেয়ালে ফাটল ও ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি পড়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অল্প বৃষ্টিতে ছাদ চুঁইয়ে বৃষ্টির পানি পড়ে সহকারী সাব-ইন্সপেক্টরদের রুমের বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে গেছে। এছাড়া দেয়াল ও ছাদে অসংখ্য চিকন ফাটল দেখা দিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করেছি।’


সংবাদমেইল২৪.কম/এজেএল/এনএস

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৩:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত