মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বড়লেখায় আখড়া থেকে স্বর্ণের চেইন চুরি, দুই আসামির সাজা

বড়লেখা প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ০২ আগস্ট ২০১৭ | প্রিন্ট  

মৌলভীবাজারের বড়লেখায় আখড়ায় ভক্তদের স্বর্ণের চেইন চুরির মামলার রায়ে দুই মহিলা প্রতারক আসামিকে সোমবার আদালত কারাদ- ও অর্থদ- দিয়েছেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ নভেম্বর বড়লেখা পৌরশহরের পাখিয়ালা উদ্বব ঠাকুরের আখড়ায় কীর্তন অনুষ্ঠান চলাকালে দুই প্রতারক মহিলা তাহমিনা বেগম (২০) ও দিলারা বেগম (৩০) হিন্দু সেজে প্রবেশ করে। ভক্তদের ভিড়ে ঢুকে বেশ কয়েকজন ভক্তের গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। এক সময় দুই প্রতারক নারী হাতে নাতে ধরা পড়লে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।


এ ঘটনায় ভুক্তভোগী সজল কান্তি দে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ আদালত সোমবার এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হাসান জামান আসামি তাহমিনা বেগম ও দিলারা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদ-, ১ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ১ মাসের হাজত বাসের আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল চন্দ্র দত্ত জানান, জি.আর-২১৩/১৬ মামলার রায়ে দুই আসামিকে আাদলত সাজা ও অর্থদ- দিয়েছেন।


সংবাদমেইল২৪.কম/এজেএল/জেএইচজে

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত