মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

বরিশালে সাংবাদিককে মারধর, ডিবির ৮ সদস্য প্রত্যাহার

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | বুধবার, ১৪ মার্চ ২০১৮ | প্রিন্ট  

বরিশালে সাংবাদিককে মারধর, ডিবির ৮ সদস্য প্রত্যাহার

বরিশালে বেসরকারি নিউজ চ্যানেল ডিবিসি’র ক্যামেরাপারসন সুমন হাসানকে (৩৩) অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে।

এঘটনায় জড়িত ডিবির আট সদস্যকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।


মঙ্গলবার দুপুর ২টায় নগরীর বিউটি রোড এলাকায় পুলিশের সঙ্গে বাকবিত-ার একপর্যায়ে এই নির্যাতনের ঘটনা ঘটে।

নির্যাতিত সুমন জানান, দুপুর ২টার দিকে তার এক নিকটাত্মীয়কে গোয়েন্দা পুলিশ আটক করলে সেখানে যান তিনি। এসময় আটক করার বিষয়টি জানতে চাইলে, পুলিশ তার পরিচয় জানতে চায়।


সাংবাদিক পরিচয় পেয়ে বাকবিতন্ডার একপর্যায়ে সুমনের ওপর চড়াও হয় ডিবির সদস্যরা। এসময় সুমনকে পেটাতে পেটাতে এবং টেনে-হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়।

এমনকি পথিমধ্যে অন্ডকোষ চেপে ধরে অমানুষিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন সুমন। নগর গোয়েন্দা কার্যালয়েও তাকে অর্ধনগ্ন শরীরে হাতকড়া পরা অবস্থায় দেখা যায়। শরীরের বিভিন্ন জায়গায় ছিল রক্তাক্ত জখমের চিহ্ন।


খবর পেয়ে সুমনের সহকর্মী সংবাদিকরা নগরীর পলিটেকনিক রোডে নগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে যান। সেখানে প্রধান অভিযুক্ত কনস্টেবল মাসুদ একজন সাংবাদিককে লাথি দেন।

এতে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে নগর পুলিশের উপ-কমিশনার গোলাম রউফ খান সাংবাদিকদের শান্ত করে তার অফিস রুমে নিয়ে যান।

নির্যাতিত সাংবাদিক সুমন হাসান হাত উচিয়ে দেখাচ্ছেন নির্যাতক ডিবিকে।

সাংবাদিকদের দাবির মুখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী অভিযুক্ত এসআই আবুল বাশার, এএসআই স্বপন ও আক্তার এবং কনস্টেবল মাসুদ, রাসেল, হাসান, রহিম ও সাইফুলকে পুলিশ লাইনে প্রত্যাহারসহ তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, এ ঘটনার খবর জানাজানি হওয়ার পর থেকে সারাদেশের সাংবাদিকরা দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন।

সংবাদমেইল২৪.কম/এসএ/এনআই

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১:১৯ অপরাহ্ণ | বুধবার, ১৪ মার্চ ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত