মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

প্রশ্নপত্র ফাঁসে জড়িত ১০ শিক্ষার্থীসহ আটক ১৩

সংবাদমেইল২৪ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট  

প্রশ্নপত্র ফাঁসে জড়িত ১০ শিক্ষার্থীসহ আটক ১৩

বিশেষ প্রতিনিধি:

নাটোরের লালপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ১০ শিক্ষার্থীসহ মোট ১৩ জনকে আটক করেছে র‌্যাব-৫।


বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় থেকে আটক করা হয় তাদের।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


র‌্যাব-৫ এর নাটোর ক্যাম্প ইন চার্জ মেজর শিবলী মোস্তফা জানান, বৃহস্পতিবার বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার রসায়ন বিষয়ের পরীক্ষাছিল। বেশ কয়েক দিন ধরেই এই উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে পড়ে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চাঁদপুর উচ্চ বিদ্যালয়ের বেশ কয়েকজন পরীক্ষার্থীর মোবাইল ফোন তল্লাশি করে র‌্যাব সদস্যরা। প্রশ্নপত্র ফেসবুক থেকে ডাউনলোড দেয়ার সময় পরীক্ষা কেন্দ্রের অদূরে একটি সিএনজির ভেতর থেকে ৫ পরীক্ষার্থীকে আটক করা হয়।

তিনি জানান, ফেসবুক থেকে ডাউনলোড দেয়া প্রশ্নের সাথে পরীক্ষার রসায়ন বিষয়ের সাথে তাদের মোবাইলে আসা পরীক্ষার প্রশ্নপত্র মিল পাওয়া যায়।পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী মোট ১০জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট ১৩জনকে আটক করা হয়।


আটকদের মধ্যে একজন কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর জিন্নাহর মেয়ে বলেও জানান মেজর শিবলী।

সংবাদমেইল/জেএইচজে

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত