শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

নিউইয়র্কে চিকিৎসাকর্মীদের পাশে আদানা টার্কিশ গ্রিল

সংবাদমেইল ডেস্ক : | শনিবার, ০৯ মে ২০২০ | প্রিন্ট  

নিউইয়র্কে চিকিৎসাকর্মীদের পাশে আদানা টার্কিশ গ্রিল

বিশ্বব্যাপী চলছে অদৃশ্য করোনাভাইরাসের ভয়াল থাবা। এই শতাব্দির সবচেয়ে করুণ কাহিনী চলছে বিশ্বজুড়ে। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আড়াই লাখেরও বেশি মানুষের নাম। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে মানব জাতি আজ যুদ্ধ করেই চলেছে। এখনও পর্যন্ত চিকিৎসা বিজ্ঞান এই ভাইরাসের বিরুদ্ধে কুলকিনারা করতে পারছে না। তারপরও থেমে নেই তাদের গতি। চলছে নানা পরীক্ষা-নীরিক্ষা। চলছে ওষুধ, ভ্যাকসিন তৈরির তৎপরতা।

বিশ্ব মহামারী সৃষ্টিকারী এই করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা এখন আমেরিকাতে। তার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। দুর্যোগময় মুহুর্তে নিউইয়র্কের বিভিন্ন সংগঠন ও মানুষ এগিয়ে আসছে সরকারের পাশে। সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। যুক্তরাষ্ট্র সরকার এই মহামারির তান্ডব কমাতে বেশ ক’টি সেস্টে লকডাউন ঘোষণা করেন। এর মধ্যে সবচেয়ে আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ নিউইয়র্ক স্টেটে নানা বিধিনিষেধ আরোপ করা হয় ছোট-বড় মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ রেস্তোঁরা ‘আদানা তুর্কি গ্রিল’। সরকারি নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্যে নেমে আসে বিরাট ধস। এরপরও তারা আশাহত হয়নি ‘আদানা তুর্কি গ্রিল’। তারা এগিয়ে এসেছে প্রতিবেশী হাসপাতালগুলোর ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মীদের পাশে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই জন্য যে, আজ চরম এই দুর্যোগে তারা (স্বাস্থ্যকর্মীরা) মানবতার সেবা দিয়ে যাচ্ছেন।


জানা গেছে, আদানা তুর্কি গ্রিল প্রথমে নিজেদের অর্থায়নে খাদ্য সরবরাহ করেছে স্বাস্থ্যকর্মীদের জন্য। ‘আদানা’র এই মহত কর্মে গ্রাহকরাও এসে যোগ দেন তাদের সাথে। উৎসাহ বেড়ে যায় ‘আদানা তুর্কি গ্রিলের’। এমনকি নিউইয়র্কের একটি পরিবার লং আইল্যান্ড জুইস হাসপাতালের একটি বিভাগকে বিভাগকে খাদ্য সরবরাহে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। পরিবারটি খুশি হয়েছিল উল্লেখিত হাসপাতালের চিকিৎসাকর্মীদের ওপর, যারা তাদের বয়স্ক নানীর চিকিৎসা করেছিল খুবই যত্ন সহকারে।

এখন পর্যন্ত ‘আদানা তুর্কি গ্রিল’ জ্যামাইকা হাসপাতাল, কুইন্স হাসপাতাল, এনওয়াইইউ মেডিকেল ল্যাঙ্গোন এবং লং আইল্যান্ড জুইস হাসপাতালে খাবার সরবরাহ করেছে।


প্রতিষ্ঠানের কর্তা সাদেক রহমান জানালেন, এই কঠিন সময়ে আদানার কার্যক্রম অব্যাহত থাকবে। তাই করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবা দানকারী চিকিৎসককর্মীদের জন্য খাবার পরিবেশন করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের এই মহত কাজের ব্যবস্থা করবো।

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :


Adana Turkish Grill

178-25 Hillside Ave. Jamaica, NY 11432

Phone: 929-244-7445

Web: https://adananyc.com

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত