মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কুলাউড়া সরকারী কলেজ তালামীযের মিছিল

সাইদুল হাসান,সংবাদমেইল২৪.কম | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮ | প্রিন্ট  

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কুলাউড়া সরকারী কলেজ তালামীযের মিছিল

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কুলাউড়া সরকারি কলেজ শাখার আয়োজনে স্বাগত মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে।

সোমবার মিছিলটি সকালে কলেজ ক্যম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এসে পথ সভা অনুষ্টিত হয়।


কলেজ তালামীযের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান রনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুজনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাবেক সভাপতি এহসানুল মাহমুদ নাজিম। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা তালামীযের সহ সাধারণ সম্পাদক পারভেজ সিদ্দিকী ,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হাসান শাকিল ,পৌর তালামীযের সভাপতি আব্দুল মুবিন ,সাধারণ সম্পাদক আবুল কালাম।


এময় উপস্থিত ছিলেন তালামীয নেতা রেদ্বওয়ান বখস রাহাদ, জামাল হোসেন,নজরুল ইসলাম, সাহেল আলী চৌধুরী, কয়ছর আহমদ,জাকির হোসেন ,কামরুল ইসলাম, আবুল কাশেম রাসেল,, সফাত আহমেদ,মিশকাত আহমেদ, সৈয়দ মুজাহিদ আলী,রাজু আহমেদ,শাহ আব্দুল মজিদ রাসেদ,পারভেছ আহমদ,আব্দুস সামাদ,রাহিন আহমদ,আবু সুফিয়ান, বাপ্পি আহমেদ, সেজু আহমদ প্রমুখ।

বক্তারা বলেন,তালামীযে ইসলামিয়া হচ্ছে একটি আদর্শবাদী ছাত্র কাফেলা । তালামীযে ইসলামিয়া একজন ছাত্র কে মেধার লালন ,উন্নত চরিত্র গঠন ও মানবিক যোগ্যতা বিকাশের লক্ষ্যে পথ চলতে সহায়তা করে। এ সংগঠন কোন রকম সন্ত্রাসে বিশ্বাস করে না। তালামীযে ইসলামিয়া আদর্শ দিয়ে ছাত্র সমাজের মন জয় করতে চায়। আজকের ছাত্ররাই আগামীর প্রত্যয়। উপস্থিত নেতৃবৃন্দ নবাগত ছাত্রদের বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জুলাই ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত