মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | শনিবার, ০৭ জুলাই ২০১৮ | প্রিন্ট  

চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

শান্তিপূর্ণ পরিবেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে সম্পন্ন হলো কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন।

(০৭ জুলাই) শনিবার চৌধুরীবাজার জি.এস কুতুব শাহ্ আলিম মাদ্রাসা সেন্টারে অনুষ্ঠিত নির্বাচনে নাসির উদ্দিন আহমদ মজুমদার সভাপতি ও শেখ লৎফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


জানা যায়, ১১০ ভোট পেয়ে নাসির উদ্দিন আহমদ মজুমদার সভাপতি ও ১৬১ ভোট পেয়ে শেখ লৎফুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সভাপতি পদে মো. আকমল আলম চৌধুরী ৫৯ ভোট, আয়াত উদ্দিন বেদেনা ৫৬ ভোট পেয়ে পান। সাধারণ সম্পাদক পদে মো. মতাহির আলম চৌধুরী ৫৯ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আইয়ূব আলী ১৬০ ভোট পেয়ে (১ম) ও মো. লিয়াকত আলী তালুকদার ১১১ ভোট পেয়ে (২য়) বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম অপর প্রার্থী মো. আব্দুল খালিক ৭১ ভোট পান। যুগ্ম-সম্পাদক পদে রাহেল আহমদ ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি মো. সিরাজুল ইসলাম চৌধুরী জিবুল ৯২ ও অপর প্রার্থী মো. জুবায়ের আহমদ জুবের মাত্র ৬ ভোট পান। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনজুর আলম ১১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী ফুল মিয়া ১০২ ভোট পান। ১ নং ওয়ার্ড সদস্য পদে সাইস্তা মিয়া ২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মতব মিয়া ২৪ ও অপর প্রার্থী সবুজ মিয়া ১৪ ভোট পেয়েছেন।


এদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ মো. সুন্দর আলী, দফতর সম্পাদক সুমেল আহমদ, প্রচার ও প্রকাশনা সুুহেদ উদ্দিন, ১ নং ওয়ার্ড সম্পাদক ফয়েজ মিয়া, ২নং ওয়ার্ড সম্পাদক ছবর উদ্দিন, ২ নং ওয়ার্ড সদস্য শাহ নূর, ৩নং ওয়ার্ড সম্পাদক সালেহ আহমদ সেলিম।

প্রধান নির্বাচন কমিশনার রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, নির্বাচনে ২৫১ জন ব্যবসায়ীর মধ্যে ২৪৫ জন ভোটার তাদের ভোটাধিকরার প্রয়োগ করেছেন। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।


নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, কৃষি ব্যাংক কর্মকর্তা আবু তাহের, সদস্য সচিবের দায়িত্বে ছিলেন মাহবুব করিম মিন্টু।

এদিকে কুলাউড়া থানার ওসি তদন্ত সন্জয় চক্রবর্তী ভোট কেন্দ্র পরিদর্শন শেষে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ব্যবসাসী বৃন্দকে ধন্যবাদ জানান

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৭ জুলাই ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত