মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়া রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

শেখ রুহেল সভাপতি-লিটন আহমদ সাধারণ সম্পাদক | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮ | প্রিন্ট  

কুলাউড়া রাঙ্গিছড়া বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ঐতিহ্যবাহী রাঙ্গিছড়াবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গত ৪ অক্টোবর সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাজারের ১৪১ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কার্যকরী কমিটির সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্যসহ অপর পদগুলোতে বিনা প্রতিদ্বন্ধিতায় ৮জন নির্বাচিত হন।


সভাপতি পদে প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে শেখ রুহেল আহমদ আনারস প্রতীকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে চমক দেখান। তার প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে সাবেক সভাপতি মানিক মিয়া গরুর গাড়ি প্রতীক নিয়ে ২৬ ভোট এবং নতুন প্রার্থী মনির মিয়া ছাতা প্রতীকে ২১ ভোট পেয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্ধিতা না হলেও অন্য দুই পদে তুমুল প্রতিদ্বন্ধিতা হয়।

সহ সভাপতি পদে মায়া মিয়া চাকা প্রতীকে ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে নশাদ মিয়া বাঘ প্রতীকে ৪৬ ভোট এবং সাবেক সহ সাধারণ সম্পাদক কামাল আহমদ মোটর সাইকেল প্রতীকে ৩২ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে নতুন দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্ধিতা হয়। শেষ হাসি হাসেন লিটন আহমদ। তিনি তালা প্রতীকে ৭১ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্ধি প্রার্থী জিতেন্দ্র দেবনাথ চেয়ার প্রতীকে ৫২ ভোট পান। সাবেক সাধারণ সম্পাদক রুশন মিয়া মাছ প্রতীকে মাত্র ১৬ ভোট পেয়ে ৩য় হন।


এদিকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন- সহ সাধারণ সম্পাদক পলাশ চক্রবর্তী (কাকন), কোষাধ্যক্ষ মতিন মিয়া, প্রচার সম্পাদক ছয়ফুল মিয়া, ক্রীড়া সম্পাদক মো. সালাউদ্দিন, সদস্য- মালিক মিয়া, কাজল চন্দ্র শীল, আব্দুল কাদির ও মুহিন আহমদ। সব মিলিয়ে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের প্রভাষক মো. গোলাপ মিয়া। সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্বে ছিলেন কর্মধা ইউনিয়ন পরিষদের কালেক্টর তাজুল ইসলাম।


এদিকে নির্বাচন চলাকালে সার্বিক মনিটরিং করেন, কর্মধা ইউপির চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা এম এ রহমান আতিক, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইউপি সদস্য লছমি নারায়ন অলমিক, ইউপি সদস্য মুহিব আহমদ, রফিউল্লাহ, সাবেক ইউপি সদস্য নরসামলু রাজভর, আবু তালিব ও হেলাল আহমদ।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৮:০০ অপরাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত