মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা আত্তর আলীর মৃত্যু বার্ষিকী পালিত

কুলাউড়া প্রতিনিধি | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭ | প্রিন্ট  

কুলাউড়ায় মুক্তিযোদ্ধা আত্তর আলীর মৃত্যু বার্ষিকী পালিত

কুলাউড়ায় বীর মুক্তিযোদ্ধা আক্তার আলী চৌধুরী আত্তরের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

১০ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের স্থানীয় একটি হোটেলে এ বীর মুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের আয়োজনেআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের উপদেষ্ঠা মনসুর আহমদের সভাপতিত্বে এবং সদস্য হাসানুর রহমান রুমেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মো. বদরুল ইসলাম বদর, আত্তর আলীর সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ওমর আতিক, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি মোক্তাদির হোসেন, কুলাউড়া রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন খান, অনলাইন নিউজ পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক ও প্রকাশক একেএম জাবের, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, আত্তর আলী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাহেব আলী জিলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, স্মৃতি সংসদের উপদেষ্ঠা আলাউর রহমান মিন্টু, আব্দুল হামিদ, আব্দুল জলিল রেনু, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।


স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম রাসেল, বীর মুক্তিযোদ্ধা আত্তর আলী স্মৃতি সংসদের অর্থ বিষয়ক সম্পাদক  সিরাজুল আলম শাহজাহান, সাগর আহমেদ, সৌরভ আহমেদ, আজিজুল ইসলাম উজ্জ্বল, খায়রুল কবির জাফর, সায়েম আহমদ, শামছুল আলম সামু প্রমুখ।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ তোরাব আলী।


সংবাদমেইল/এসএ/আইএল

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত