মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় বিএনপির মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি,সংবাদমেইল২৪.কম | রবিবার, ২৫ আগস্ট ২০১৯ | প্রিন্ট  

কুলাউড়ায় বিএনপির মতবিনিময় সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুলাউড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে উপজেলার ১৩ ইউনিয়নের বিএনপির সভাপতি-সম্পাদকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (২৪ আগস্ট) বিকালে পৌর শহরের স্টেশন চৌমুহনায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ সভাপতি এ্যাডভোকেট আবেদ রাজা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এখন আর ঘরে বসে থাকলে হবে না, আন্দোলন করে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে। দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।


এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপি নেতা জয়নাল আবেদিন খাঁন, শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী জুনাব আলী, কাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, ভুকশিমইল ইউনিয়ন বিএনপির সভাপতি তারু খান, জয়চন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান ইমরান, ভাটেরা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুর রহমান সিদ্দিক, পৃথিমপাশা ইউনিয়ন সভাপতি আব্দুন নুর, বরমচাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনার উদ্দিন, কর্মধা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মন্নান, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমদ পান্না, কুলাউড়া সদর ইউনিয়নের বিএনপির সভাপতি আনকার আলী, টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মোশাহিদ, বিএনপি নেতা আবু নায়েম মিছবাহ, আব্দুল মুক্তাদির সহ বিএনপি নেতৃবৃন্দ।

সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য,  কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলের পর নবনির্বাচিত কমিটির সাথে ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৪:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ আগস্ট ২০১৯

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত