মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় ঐতিহাসিক বদর দিবস পালিত

আশরাফুল ইসলাম জুয়েল,সংবাদমেইল২৪.কম | সোমবার, ০৪ জুন ২০১৮ | প্রিন্ট  

কুলাউড়ায় ঐতিহাসিক বদর দিবস পালিত

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে কুলাউড়ায়  ব্রাহ্মণবাজারে নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী এবং আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৩ জুন) বিকালে র‌্যালী বের হয়। র‌্যালী শেষে হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা হলরুমে আলোচনা সভায় সংগঠনের সভাপতি নজরুল ইসলামেরখলিফা সভাপতিত্বে এবং তথ্য প্রযুক্তি সম্পাদক এস এম সাইদুল ইসলাম ও সাদিক হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোঃ গোলাম রাব্বী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিজামিয়া বিশকুটি (রহঃ) পরিষদের স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ , কারী আব্দুল মতিন, হিংগাজিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোনতাকিম, সহকারী অধ্যাপক মাওলানা মুফতি গোলাম ছরওয়ার খান,হিঙ্গাজিয়া সিনিয়র মাদরাসা দারুল কেরাতের প্রধান কারী মাওলানা ফয়জুর রহমান, রবিরবাজার দারুচ্ছুন্না আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল জলিল, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ছায়েম আহমদ, সোনারুপা চা-বাগানের ব্যবস্থাপক শেখ আবু নায়েম মিছবাহ, নিজামিয়া বিশকুটি (রহঃ) স্মৃতি পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও কুলাউড়া উপজেলা তালামীযের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম আবুল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক কুলাউড়া সংলাপ পত্রিকার রাউৎগাও প্রতিধি আশরাফুল ইসলাম জুয়েল, পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সামাদ, আশিদ আলী,মাহমুদুর রহমান, নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, হিঙ্গাজিয়া গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি বাতির মিয়া, সমাজ সেবক এনামুল মাহবুব ফয়সল, পরিষদের সহ-প্রচার সম্পাদক ইসমাইল হোসেন, অফিস সম্পাদক লোকমান হোসেন, সহ-অফিস সম্পাদক মিছবাহ উদ্দিন, প্রশিক্ষক সম্পাদক হাফিজ মিছবাহুর রহমান, ছাত্র কল্যান সম্পাদক রেজাউল ইসলাম শাফি, সহ-ছাত্র কল্যান সম্পাদক তারেক হাসান, টিলাগাও স্মৃতি পরিষদের সদস্য সচিব শকিল আহমদ,কার্যনির্বাহ সদস্য
মুহিবুর রহমান, আলী হাসান, সুরমান, সেনেদ, সুহেল আহমদ, এনাম, সালমান আসাদুল্লাহ, রুবেল, রাব্বি সুলেমান রিয়াদুল, মাহের, নাসির ও মুক্তাসহ বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।                                                         উল্লেখ্য, দ্বিতীয় হিজরির ১৭ই রমজান বদর প্রান্তে ইসলামের প্রথম সিদ্ধান্তমূলক সামরিক জিহাদ সংঘটিত হয়। বদর যুদ্ধের মধ্য দিয়ে পবিত্র মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম তথা মুসলমানদের বিজয়ের ধারা সূচিত হয়েছিল এবং পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্রক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঐতিহাসিক বদর যুদ্ধে আবু জেহেলের এক হাজার সুসজ্জিত বাহিনীর বিপরীতে রাসুলুল্লাহ (সা.) এর ৩১৩ জন নিরস্ত্র সাহাবায়ে কেরাম আল্লাহ তায়ালার গায়েবী সাহায্যে বিজয় লাভ করেছিলেন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ২:০০ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ জুন ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত