মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

কুলাউড়ায় আক্তারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | প্রিন্ট  

কুলাউড়ায় আক্তারুন নেছা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুলাউড়ায় হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্টের আয়োজনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে আক্তারুন নেছা দ্বিতীয় মেধাবৃত্তি পরীক্ষা সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা সকাল ১০টায় প্রথম পর্বে শুরু হয়ে শেষ হয় দুপুর ১২.৩০ মিনিটে।


এর পর দ্বিতীয় পর্বে দুপুর ২টায় শুরুহয়ে শেষ হয় বিকেল ৪টায়। পরীক্ষায় অংশ নেয় উপজেলার ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫৩জন শিক্ষার্থী।

মেধাবৃত্তির পরীক্ষায় চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন জুড়ী টিএইচ খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোঃ ফরহাদ আহমদ, কো-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এ এফ এম ফৌজি চৌধুরী ও শহীদুল ইসলাম তনয়। পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন তোফায়েল আহমদ ডালিম ও হল সুপারের দায়িত্বে ছিলেন সোহেল আহমদ।


পরীক্ষার হল পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ খুরশিদ উল¬্যাহ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আজাদুর রহমান আজাদ, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ফারহান আহমদ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

পরীক্ষা নিয়ন্ত্রক তোফায়েল আহমদ ডালিম জানান, পরীক্ষাটি সুষ্টু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হওয়ায় আমরা অনেক আনন্দিত। প্রতিবছর আমাদের এ মেধাবৃত্তি কার্যক্রম চলমান থাকবে। কিছুদিনের মধ্যে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করবো।


Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৯:০০ অপরাহ্ণ | শনিবার, ২৭ অক্টোবর ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত