শুক্রবার ২৯ মার্চ, ২০২৪ | ১৫ চৈত্র, ১৪৩০

করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

সংবাদমেইল অনলাইন : | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০ | প্রিন্ট  

করোনাভাইরাস : যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে

নভেল করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ১০ হাজার ৩৩৫ জনে নিয়ে গেছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৩ লাখ।
যুক্তরাষ্ট্রে মৃতের প্রায় ৪ হাজার ৭৫৮ জনই নিউইয়র্ক রাজ্যের; তার মধ্যে নিউইয়র্ক শহরের ৩ হাজার ৪৮ জন।
যুক্তরাষ্ট্রে আক্রান্তদের মধ্যে ১ লাখ ২২ হাজারই নিউইয়র্ক রাজ্যের। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো।
তিনি জানান, ‘এ অবস্থা আশাব্যঞ্জক হলেও পরিস্থিতি নির্ভর করছে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখার কাজটি কত ভালোভাবে আমরা করতে পারি, তার ওপর।’
লুইজিয়ানায় করোনাভাইরাসে আক্রান্ত গুরুতর রোগীর সংখ্যা ৩৮ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। এদিন রাজ্যটিতে ৫১২ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে এবং ১৪ হাজার ৮৬৭ জনের করোনাভাইরাস পজিটিভ ধরা পড়েছে।
পেনসিলভানিয়া রাজ্যের কর্মকর্তারা প্রায় ১৩ হাজার কোভিড-১৯ আক্রান্ত পাওয়ার কথা জানিয়েছেন। রাজ্যটির স্বাস্থ্য বিভাগের হিসাবে ১২ হাজার ৯৮০ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।
ফ্লোরিডায় সোমবার ১৩ হাজার ৩২৪ জনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গত সোমবার রাত নাগাদ বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৭২ হাজার দাঁড়িয়েছে, আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ লাখ ৯ হাজার জন।

Facebook Comments Box


Comments

comments

advertisement

Posted ১২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত