মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

ওমরা পালনে মক্কা যাচ্ছেন মাশরাফি

স্পোর্টস প্রতিনিধ,সংবাদমেইল২৪.কম | সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট  

ওমরা পালনে মক্কা যাচ্ছেন মাশরাফি

অনলাইন ডেস্ক:

ওমরাহ করতে সোমবার রাতেই মক্কা যাচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তার ওমরাহ করার খবর সেভাবে জানাজানি হয়নি। কী করে হবে? মাশরাফি একদমই চান না তার ওমরাহ করতে যাবার খবর মিডিয়ায় আসুক।


গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ওমরাহ করতে যাবার খবর যাতে চাওর না হয় সেজন্য যতটা সম্ভব নিরবে-নিভেৃতে মক্কা যাবার প্রস্তুতি নিচ্ছেন দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ওয়ানডে অধিনায়ক। কাছের মানুষদের কাছেও তাই বিষয়টি যতটা সম্ভব আড়াল করে রেখেছেন নড়াইল এক্সপ্রেস।

কিন্তু বিনয়ী ও ভিন্ন মানসিকতার মাশরাফি ওমরাহ পালনের বিষয়টি যতই গোপন রাখতে চান না কেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। তার ওমরাহ করতে যাওয়ার খবর কি আর চাপা থাকে? তার আশপাশে সব সময়ই সুহৃদ ও শুভানুধ্যায়ীর ভীড়। সেখান থেকেই বিষয়টি ছড়িয়ে পড়েছে।


কিন্তু মাশরাফির মতে, স্রষ্টার সন্তুষ্টির জন্যই মানুষ ওমরাহ করতে যায়। এটা পূণ্য করতে যাওয়া। ঢাক-ঢোল পিটিয়ে যাওয়ার মতো কোনো কাজ নয়। এটা একটা ধর্মীয় সংস্কার। যা হৈ চৈ বা ঘটা করে করার চেয়ে আন্তরিক শ্রদ্ধাটাই যেখানে বড়। সেই ধর্মীয় আচার ও কর্ম যতটা সম্ভব নিরবে-নিভৃতে করাই উত্তম। আমিও আল্লাহর ওয়াস্তে যেতে মনস্থির করেছি। আল্লাহ ভরসা।

এমন দৃষ্টিভঙ্গি ও মানসিকতা যার, সেই মাশরাফি ওমরাহ করতে যাবার খবর যতটা সম্ভব আড়াল করে রাখবেন, সেটাই যে স্বাভাবিক।


সংবাদমেইল২৪/জেএইচজে

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ৬:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত