মঙ্গলবার ১৯ মার্চ, ২০২৪ | ৫ চৈত্র, ১৪৩০

এতিমদের সম্মানে কুলাউড়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার,সংবাদমেইল২৪.কম | শুক্রবার, ০১ জুন ২০১৮ | প্রিন্ট  

এতিমদের সম্মানে কুলাউড়া সাংবাদিক সমিতির ইফতার মাহফিল

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার দুই শতাধিক এতিম শিক্ষার্থীর সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট।

শুক্রবার (১ জুন) পৌর শহরের আখলিবুননেছা কমিউনিটি সেন্টারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ওই ইফতার মাহফিল এক মিলন মেলায় পরিণত হয়।


ইফতার মাহফিলে অংশ নেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মো. গোলাম রাব্বী, কুলাউড়া পৌরসভার মেয়র আলহাজ্জ্ব শফি আলম ইউনুছ, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. ফজলুল হক খান সাহেদ,কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম মুসা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক, যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক কামাল হাসান, কুলাউড়া উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলাউদ্দিন আল আজাদ, জুড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহীউদ্দিন, কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. জগলুল হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল মাহমুদ ভূইয়া, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো. মহসিন, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুলাউড়া উপজেলা শাখার সভাপতি আব্দুল লতিফ, ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, রাউৎগাঁও ইউপির চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, হাজিপুর ইউপির চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্চু, ভূকশিমইল ইউপির চেয়ারম্যান আজিজুর রহমান মনির, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্জ্ব এ.এস.এম জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির তোফায়েল, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান ফজলুল হক ফজলু, কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেদওয়ান খান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম. লুৎফুল হক, উপজেলা আল ইসলাহ সভাপতি মাও. আব্দুল জব্বার, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব, কুলাউড়া ফায়ার সার্ভিস ইনচার্জ সিফাত হোসাইন, সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজার আব্দুর রব, ইউসিবি ব্যাংকের ম্যানেজার আবুল ফাত্তাহ পলাশ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম. শাকিল রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখস, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক এম মছব্বির আলী, প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিস আলী, জুড়ি প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, প্রথম আলোর জুড়ি প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, মৌলভীবাজার জেলা সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমান ছুরুক,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, বিএইচ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, উপজেলা আল ইসলাহর সাবেক সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ফখরুল ইসলাম, বড়লেখা পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজ উদ্দিন, সদস্য আব্দুল করিম, বড়খলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন, রেলওয়ে জামে মসজিদের খতিব মাও. আইয়ুব আনছারী, কুলাউড়া উত্তরবাজার জামে মসজিদের ইমাম মাও. মাহমুদুর রহমান ইমরান, দক্ষিণবাজার জামে মসজিদের ইমাম মাও. যোবায়ের আহমদ, জুড়ি সাংবাদিক সমিতির সহ সভাপতি হারিছ মোহাম্মদ, কমলগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, দৈনিক মানবজমিনের জুড়ি প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক সবুজ সিলেটের কুলাউড়া প্রতিনিধি তারেক হাসান, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীর, সাধারণ সম্পাদক মাহফুজ শাকিল, বাংলানিউজইউএসডটকম এর রিপোর্টার সাইদুল হাসান।

আরও অংশ নেন, কুলাউড়া উপজেলা যুবদল নেতা আজমল আলী শামীম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সারোয়ার আলম বেলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনি. যুগ্ম আহ্বায়ক সুরমান আহমদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান খালিক, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সুমন আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম, বড়লেখা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক গৌছ উদ্দিন শুভ, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, কুলাউড়া থানার এএসআই (ডিএসবি) জাহাঙ্গির আলম, প্রবাসী সাইফুল হক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল আহাদ, কুলাউড়া সোস্যাল কেয়ার অব ন্যাশন এর সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, প্লাটুন টুয়েলভ এর সাধারণ সম্পাদক সায়েম আহমদ, শিক্ষক সোহেল আহমদ,সাংবাদিক সাইফুল আলম,সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকা প্রতিনিধি শাকিল সিদ্দিকী,আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ ।


শুরুতে কোরআন তেলাওয়াত করে এতিম শিক্ষার্থী মাহবুব আলম ও নাতে রাসুল পাঠ করে আব্দুল্লাহ আরাফাত। সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোয়াজ্জেম সাজুর কানাডা গমন উপলক্ষে তাকে সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ইফতার মাহফিলে আগতদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন।


সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন কবিরের সঞ্চালনায় নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন সহ সভাপতি ও কুলাউড়া বিআরডিবির ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, সহ সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, সাংগঠনিক সম্পাদক জসিম চৌধুরী, অর্থ সম্পাদক প্রভাষক আফাজুর রহমান চৌধুরী ফাহাদ, দপ্তর সম্পাদক একেএম জাবের, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন আহমদ, নির্বাহী সদস্য প্রভাষক মানজুরুল হক, বিশ্বজিৎ দাস, সঞ্জয় দেবনাথ, শাহ আলম শামীম, শাকির আহমদ, আব্দুল করিম বাচ্চু, ইউসুফ আহমদ ইমন, এম এ কাইয়ুম, শাহবান রশীদ চৌধুরী অনি, মোহাইমিনুল ইসলাম মাহিন। ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন বাদশাগঞ্জবাজার জামে মসজিদের ইমাম মাও. মোহাম্মদ আলী।

Facebook Comments Box

Comments

comments

advertisement

Posted ১১:৫৬ অপরাহ্ণ | শুক্রবার, ০১ জুন ২০১৮

সংবাদমেইল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : মো. মানজুরুল হক

নির্বাহী সম্পাদক: মো. নাজমুল ইসলাম

বার্তা সম্পাদক : শরিফ আহমেদ

কার্যালয়
উপজেলা রোড, কুলাউড়া, মেলভীবাজার।
মোবাইল: ০১৭১৩৮০৫৭১৯
ই-মেইল: sangbadmail2021@gmail.com

sangbadmail@2016 কপিরাইটের সকল স্বত্ব সংরক্ষিত